সম্প্রতি মুক্তি পেয়েছে বধাই দো ছবিটি। রাজকুমার রাওয়ের সঙ্গে ভূমি পেডনেকরের (Bhumi Pednekar) এই ছবি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সেই সাফল্যকেই একেবারে ছকভাঙা সাজে উফভোগ করলেন নায়িকা ভূমি পেডনেকর (Bhumi Pednekar)। সম্প্রতি ফটোশ্যুটে ভূমির সাজ। অনামিকা খান্নার পোশাকে টোনড ফিগার ভূমির। এলোমেলো চুলের সাজে নজর কেড়েছেন নায়িকা। ব্রালেটের মাঝে চকচকে চামড়া দেখা যাচ্ছে নায়িকার। চোখেও ভারী মেক-আপ। বধাই দো-র প্রচারে ভূমি। ফ্যাশনিস্তা হিসেবে নাম করে ফেলেছে ভূমি পেডনেকর। মিনিমাল মেক-আপে হাই স্লিট পোশাকে ঝড় তুলেছেন নায়িকা। নজরকাড়া ভূমির সাজ। নীল ক্রপ টপ ও জিন্স পরেছেন নায়িকা। ভূমির সব ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।