Hrithik Roshan | Saba Azad : গত তিন মাস ধরে গোপনে সম্পর্ক রাখছেন হৃতিক-সাবা! প্রথম দেখা কোথায়, ফাঁস প্রেমের গল্প

Last Updated:

Hrithik Roshan | Saba Azad : জানা যাচ্ছে বিগত বেশ কয়েক মাস ধরে গোপনে সাবার সঙ্গে সম্পর্ক রেখেছেন হৃতিক।

 সাবা আজাদের জন্য বিরাট আয়োজন রোশন পরিবারের
সাবা আজাদের জন্য বিরাট আয়োজন রোশন পরিবারের
#মুম্বই: বলিউডে এখন কান পাতলেই শোনা যাচ্ছে হৃতিক রোশন (Hrithik Roshan) সঙ্গে অভিনেত্রী সাবা আজাদের (Saba Azad) সম্পর্কের গুঞ্জন। পাপারাজ্জিদের ক্যামেরায় তাঁদের একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই জল্পনা তুঙ্গে। সম্পর্কের কথা নিয়ে দুজনের কেউই মুখ খোলেননি। কিন্তু তবুও নেটিজেনের কৌতুহলের শেষ নেই। সম্প্রতি রোশন পরিবারের মধ্যাহ্ন ভোজেও যোগ দিয়েছিলেন সাবা।
জানা যাচ্ছে বিগত বেশ কয়েক মাস ধরে গোপনে সাবার সঙ্গে সম্পর্ক রেখেছেন হৃতিক। ঘনিষ্ঠ কয়েকজন তাঁদের সম্পর্কের কথা জানতেন। কিন্তু পাপারাজ্জিদের ক্যামেরার সামনে হৃতিক ও সাবা এত তাড়াতাড়ি ধরা দেবেন, এটা আশা করেননি তাঁরা। কেউ কেউ বলেছেন, হৃতিক ও সাবার প্রথম পরিচয় ও দেখা এক বন্ধুর মাধ্যমে। কিন্তু সম্প্রতি এক সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, হৃতিক ও সাবার প্রথম কথা হয় টুইটারে। বলা ভালো, প্রথম সাক্ষাৎ এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেই।
advertisement
এক সূত্রের কথায়, "ওরা বিগত ২-৩ মাস ধরে সম্পর্কে আছে। প্রথমে খবর ছড়িয়েছিল দুজনে একটি ডেটিং অ্যাপের মাধ্যমে দেখা করেছেন। পরে দেখা গেল এই খবরটা সত্যি না। দুজনের প্রথম দেখা টুইটারে।" হৃতিক একটি ভিডিও শেয়ার করেছিলেন। সেই ভিডিওতে সাবা ছিলেন। আর তার পরেই সাবার দিক থেকে উত্তর আসে। এর পরেই ইনবক্সে কথা শুরু হয় দুজনের।
advertisement
advertisement
এমনকি, গোপনীয়তা বজায় রেখে একসঙ্গে সাবা ও হৃতিক গোয়াতেও ছুটি কাটাতে গিয়েছিলেন। রবিবার মধ্যাহ্নভোজের আয়োজন ছিল রোশন পরিবারে। ছিলেন হৃতিকের পুরো পরিবার। আর তাঁদের মধ্যেই ছিলেন সাবা। হৃতিকের (Hrithik Roshan) কাকা রাজেশ রোশন একটি ছবি শেয়ার করেন। সেই ছবিতেই দেখা যাচ্ছে যে হৃতিকের গোটা পরিবারের মধ্যে আছেন সাবাও। আর এই ছবিই জল্পনা বাড়িয়ে দিয়েছে। এদিন দুপুরের ভোজের মেনুতে ছিল দক্ষিণ ভারতীয় খাবার। কলাপাতায় পরিবেশন করা সেই খাবারের ছবিও শেয়ার করেছেন রাজেশ। ক্যাপশনে লিখেছেন, "চারদিতে খুশির আমেজ। বিশেষ করে রবিবারে। আরও এই মধ্যাহ্ন ভোজের সময়ে।"
advertisement
সাবা আজাদও (Saba Azad) সেই পোস্টে একটি কমেন্ট করেন। তিনি লেখেন, "সবচেয়ে সেরা রবিবার।' অর্থাৎ বোঝাই যাচ্ছে রোশন পরিবারের বিশেষ অংশ হয়ে উঠেছেন সাবা। এমনকি হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজ্যান খানের সঙ্গেও সাবার সম্পর্ক ভালো। কিছুদিন আগেই মুম্বইয়ের এক রেস্তোরাঁয় সাবার গানের অনুষ্ঠান দেখতে হাজির হন সুজ্যান। সাবার ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে তাঁর গানের প্রশংসাও করেন সুজ্যান।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Hrithik Roshan | Saba Azad : গত তিন মাস ধরে গোপনে সম্পর্ক রাখছেন হৃতিক-সাবা! প্রথম দেখা কোথায়, ফাঁস প্রেমের গল্প
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement