Bride Groom Viral Video: বিয়ের আগেই এমন কাণ্ড! মালাবদলের সময়ের বরের কীর্তিতে লজ্জায় লাল নতুন বউ

Last Updated:

Bride Groom Viral Video: আপনারা নিশ্চয়ই প্রায়ই দেখেছেন যে মালাবদলের সময় স্ত্রী স্বামীর পা ছুঁয়ে আশীর্বাদ নেন। কিন্তু কখনও কি বরকে কনের পা ছুঁয়ে আশীর্বাদ নিতে দেখেছেন (Viral Video)?

১) তুমি আমাকে কেন ভালোবাসো? এই প্রশ্নটা সাধারণত কেউই করেন না। কিন্তু এটাই সবচাইতে জরুরি প্রশ্ন। কেন ভালোবাসেন তিনি আপনাকে? প্রথম জবাব যদি হয়- ‘তুমি অনেক সুন্দর’… তাহলে দ্বিতীয়বার ভাবুন। একজন মানুষ অনেক সুন্দর বলে তাকে ভালোবাসা আর যাই হোক সততার পর্যায়ে পড়ে না। তাহলে সময়ের সঙ্গে সৌন্দর্য চলে গেলে ভালোবাসাও ফুরিয়ে যাবে।
১) তুমি আমাকে কেন ভালোবাসো? এই প্রশ্নটা সাধারণত কেউই করেন না। কিন্তু এটাই সবচাইতে জরুরি প্রশ্ন। কেন ভালোবাসেন তিনি আপনাকে? প্রথম জবাব যদি হয়- ‘তুমি অনেক সুন্দর’… তাহলে দ্বিতীয়বার ভাবুন। একজন মানুষ অনেক সুন্দর বলে তাকে ভালোবাসা আর যাই হোক সততার পর্যায়ে পড়ে না। তাহলে সময়ের সঙ্গে সৌন্দর্য চলে গেলে ভালোবাসাও ফুরিয়ে যাবে।
#ভাইরাল ভিডিও : আজকাল বিয়ে সংক্রান্ত অনেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ট্রেন্ড বলছে, বিবাহ সম্পর্কিত ভিডিওগুলি যদি বর এবং কনের সঙ্গে সম্পর্কিত হয় তবে নেট নাগরিকরা কিন্তু সেগুলিকে খুবই পছন্দ করে। বর এবং কনে যদি অভিনব কিছু করে, তবে লোকেরা তাদের দেখতে আগ্রহী হয়। এমনই একটি ভিডিও (Viral Video) আজকাল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে খুবই ভাইরাল হচ্ছে (Bride Groom Viral Video)। এই ভিডিওটি এমন যে আপনিও এটি দেখে মজা পাবেন। এই ভাইরাল ভিডিওতে দেখা যায় মালাবদলের সময় বরের এক আজব কীর্তিতে কনে লজ্জায় লাল হয়ে যায়।
আপনারা দেখে থাকবেন নিশ্চয়ই যে মালাবদলের সময় স্ত্রী স্বামীর পা ছুঁয়ে আশীর্বাদ নেন, কিন্তু কখনও কি বরকে তার কনের পা ছুঁয়ে আশীর্বাদ নিতে দেখেছেন? এই ভিডিওতে তাই দেখা যাচ্ছে। ভিডিওটি ছাদনাতলায় মালাবদলের সময়কার। এতে বর-কনেকে মালা পরিয়ে একে অপরের পা ছুঁয়ে আশীর্বাদ নিতে দেখা যায়।
advertisement
advertisement
View this post on Instagram

A post shared by SAKHT LOGG ☠ (@sakhtlogg)

advertisement
ভিডিওটি এমন যে দেখার পরও আপনি হাসি থামাতে পারবেন না। বর যেভাবে তার কনের পা ছুঁয়ে আশীর্বাদ চায়, তাতে মনে হয় সে তার স্ত্রীকে নকল করছে, কারণ প্রথমে কনে (Bride Groom Viral Video) তার স্বামীর পা স্পর্শ করে আশীর্বাদ চায়। ভিডিওটি খুব দ্রুত ভাইরাল হচ্ছে। ভিডিওটি দেখার পর মানুষ মজার মন্তব্য করছেন (Viral Video)।
advertisement
দুরন্ত গতিতে ভাইরাল (Bride Groom Viral Video) ভিডিওটিতে দেখা যায়, মালা নিয়ে মঞ্চে দাঁড়িয়ে আছেন বর-কনে। রীতি অনুযায়ী প্রথমে কনে তার বরকে মালা পরিয়ে দেন। এরপর হবু স্বামীর পা ছুঁয়ে আশীর্বাদ নেন কনে। পরের মুহুর্তে বরও তার কনেকে হাতের মালাটি পরিয়ে দেন এবং তারপর প্রণাম করে তার কনের পা স্পর্শ করতে উদ্যত হন। এটা দেখে কনের মুখ মুহূর্তে লজ্জায় লাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায় কনে ক্রমশ পিছু হটতে থাকেন। ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে sakhtlogg নামে একটি অ্যাকাউন্টে। আর ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Bride Groom Viral Video: বিয়ের আগেই এমন কাণ্ড! মালাবদলের সময়ের বরের কীর্তিতে লজ্জায় লাল নতুন বউ
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement