Wedding Dates 2022 : বৈশাখ থেকে বিয়ের জন্য দুর্দান্ত শুভ হতে চলেছে এই দিনগুলি! চোখ রাখুন তালিকায়...

Last Updated:
Wedding Dates 2022: পঞ্জিকা দেখে বিয়ের দিন অনেকেই স্থির করে ফেলেন। তবে সেই সমস্ত বিয়ের দিনের মধ্যেও কয়েকটি দিন এমন রয়েছে যা অত্যন্ত শুভ।
1/7
পঞ্জিকা দেখে বিয়ের দিন অনেকেই স্থির করে ফেলেন। তবে সেই সমস্ত বিয়ের দিনের মধ্যেও কয়েকটি দিন এমন রয়েছে যা অত্যন্ত শুভ। ২২ ফেব্রুয়ারি গুরু অস্ত যাচ্ছে। ফলে সেই দিন সেভাবে বিয়ের জন্য শুভ দিন পাওয়া যাবে না। ফলে, জ্যোতিষবিদরা বলছেন বসন্তে সেভাবে বিয়ের জন্য শুভ দিন পাওয়া যাবে না।
পঞ্জিকা দেখে বিয়ের দিন অনেকেই স্থির করে ফেলেন। তবে সেই সমস্ত বিয়ের দিনের মধ্যেও কয়েকটি দিন এমন রয়েছে যা অত্যন্ত শুভ। ২২ ফেব্রুয়ারি গুরু অস্ত যাচ্ছে। ফলে সেই দিন সেভাবে বিয়ের জন্য শুভ দিন পাওয়া যাবে না। ফলে, জ্যোতিষবিদরা বলছেন বসন্তে সেভাবে বিয়ের জন্য শুভ দিন পাওয়া যাবে না।
advertisement
2/7
তবে এপ্রিল, মে, জুন, জুলাইতে রয়েছে বিয়ের একাধিক শুভ দিন। তবে যে কয়টি বিয়ের দিন রয়েছে তার মধ্যে থেকে ২০২২ সালে শুভ দিন কোনগুলি জ্যোতিষমতে? রইল তালিকা।
তবে এপ্রিল, মে, জুন, জুলাইতে রয়েছে বিয়ের একাধিক শুভ দিন। তবে যে কয়টি বিয়ের দিন রয়েছে তার মধ্যে থেকে ২০২২ সালে শুভ দিন কোনগুলি জ্যোতিষমতে? রইল তালিকা।
advertisement
3/7
বাঙালি ক্যালেন্ডারে চৈত্র মাসকে ধরে নেওয়া হয় মল-মাস হিসাবে। সেই সময় কোনও শুভ কাজ করা হয় না। বিশিষ্ট জ্যোতিষবিদরা বলছেন, ১৩ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত রয়েছে খর-মাস বা মল-মাস। ওই সময় বিয়ের শুভক্ষণই নেই। তবে ১৪ এপ্রিলের পর থেকেই রয়েছে বিয়ের বিশেষ শুভ তারিখগুলি।
বাঙালি ক্যালেন্ডারে চৈত্র মাসকে ধরে নেওয়া হয় মল-মাস হিসাবে। সেই সময় কোনও শুভ কাজ করা হয় না। বিশিষ্ট জ্যোতিষবিদরা বলছেন, ১৩ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত রয়েছে খর-মাস বা মল-মাস। ওই সময় বিয়ের শুভক্ষণই নেই। তবে ১৪ এপ্রিলের পর থেকেই রয়েছে বিয়ের বিশেষ শুভ তারিখগুলি।
advertisement
4/7
বাঙালি ক্যালেন্ডারে চৈত্র মাসকে ধরে নেওয়া হয় মল-মাস হিসাবে। সেই সময় কোনও শুভ কাজ করা হয় না। বিশিষ্ট জ্যোতিষবিদরা বলছেন, ১৩ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত রয়েছে খর-মাস বা মল-মাস। ওই সময় বিয়ের শুভক্ষণই নেই। তবে ১৪ এপ্রিলের পর থেকেই রয়েছে বিয়ের বিশেষ শুভ তারিখগুলি।
বাঙালি ক্যালেন্ডারে চৈত্র মাসকে ধরে নেওয়া হয় মল-মাস হিসাবে। সেই সময় কোনও শুভ কাজ করা হয় না। বিশিষ্ট জ্যোতিষবিদরা বলছেন, ১৩ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত রয়েছে খর-মাস বা মল-মাস। ওই সময় বিয়ের শুভক্ষণই নেই। তবে ১৪ এপ্রিলের পর থেকেই রয়েছে বিয়ের বিশেষ শুভ তারিখগুলি।
advertisement
5/7
জ্যোতিষবিদরা বলছেন, এপ্রিল মাসে , ১৪, ১৭, ১৯, ২০ তারিখে রয়েছে বিয়ের জন্য বিশেষ শুভ দিন। এছাড়াও এপ্রিল মাসের ২১, ২২, ২৩ ,২৮ তারিখে রয়েছে বিয়ের শুভ দিন। এমন দিনে সম্পন্ন করা যাবে বিবাহবাসর।
জ্যোতিষবিদরা বলছেন, এপ্রিল মাসে , ১৪, ১৭, ১৯, ২০ তারিখে রয়েছে বিয়ের জন্য বিশেষ শুভ দিন। এছাড়াও এপ্রিল মাসের ২১, ২২, ২৩ ,২৮ তারিখে রয়েছে বিয়ের শুভ দিন। এমন দিনে সম্পন্ন করা যাবে বিবাহবাসর।
advertisement
6/7
মে মাসে বিয়ের জন্য শুভ দিন হল- ২, ৩, ৯, ১০, ১১ তারিখ। এরপর বিয়ের জন্য শুভ দিন হল ১২, ১৫, ১৮। মে মাসের ১৯, ২০, ২১, ২৬,৩১ তারিখও বিয়ের জন্য শুভ দিন।
মে মাসে বিয়ের জন্য শুভ দিন হল- ২, ৩, ৯, ১০, ১১ তারিখ। এরপর বিয়ের জন্য শুভ দিন হল ১২, ১৫, ১৮। মে মাসের ১৯, ২০, ২১, ২৬,৩১ তারিখও বিয়ের জন্য শুভ দিন।
advertisement
7/7
জুলাই মাসে বিয়ের জন্য শুভ দিন হল- ৩,৪,৫,৮ তারিখ। এছাড়াও শুভ দিন হল ৮ জুলাই। নভেম্বর মাসের শুভ দিন হল ২৪,২৫,২৬,২৭,২৮ তারিখ। ডিসেম্বর মাসে বিয়ের জন্য শুভ দিন হল- ২,৩,৪,৭। এছাড়াও ডিসেম্বরে বিয়ের জন্য বিশেষ শুভদিন হল ৮,৯,১৩,১৪,১৫ তারিখ।
জুলাই মাসে বিয়ের জন্য শুভ দিন হল- ৩,৪,৫,৮ তারিখ। এছাড়াও শুভ দিন হল ৮ জুলাই। নভেম্বর মাসের শুভ দিন হল ২৪,২৫,২৬,২৭,২৮ তারিখ। ডিসেম্বর মাসে বিয়ের জন্য শুভ দিন হল- ২,৩,৪,৭। এছাড়াও ডিসেম্বরে বিয়ের জন্য বিশেষ শুভদিন হল ৮,৯,১৩,১৪,১৫ তারিখ।
advertisement
advertisement
advertisement