Viral News: হাতে মৃত্যুর সরঞ্জাম মহিলার! সায়নাইডের থেকে ১০ হাজার গুণ বিষাক্ত, এক মিনিটে ২৬ জনকে মারতে পারে

Last Updated:

Viral News: হাতে অক্টোপাস তো নয় যেন নিয়েছেন মৃত্যুর পরোয়ানা ৷

হাতে নীল অক্টোপাস মহিলার ৷ টিকটক ভিডিও থেকে নেওয়া ছবি ৷
হাতে নীল অক্টোপাস মহিলার ৷ টিকটক ভিডিও থেকে নেওয়া ছবি ৷
বহু সময়েই আমরা এই বিষয় নিয়ে কখনওই ভাবিনা আমাদের কাছাকছি ও পাশাপাশি এমন কিছু জিনিসপত্র মজুত আছে ৷ কিন্তু পরে তা রীতিমত ভাবতে বাধ্য করে ৷ এমনই এক ঘটনা ঘটেছে এই অস্ট্রেলিয়ান মহিলার সঙ্গে ওই মহিলার হাতে আছে মৃত্যুর সামগ্রী ৷ কিন্তু তিনি জানতেন না সেগুলি আসলে বিষ ৷ না জেনেই হাতে নিয়োছিলেন পরে জানতে পারেন তিনি তখনই ভয়ে কাঁটা হয়ে গিয়েছেন ৷ আসলে সেটি অক্টোপাস ছিল যা তাঁর প্রাণ পর্যন্ত নিতে পারে ৷
 
advertisement
টিকটকে Katapillah নামে অস্ট্রেলিয়ান মহিলা জানিয়েছেন সম্প্রতি তিনি জানতে পেরেছেন যে সে সময়ে তিনি মৃত্যুর সঙ্গে ছিনিমিনি খেলছিলেন ৷ এই মহিলা বিচের উপর ঘুরতে ঘুরতে হাতে অক্টোপাস তুলে নিয়েছিলেন ৷ সেই অক্টোপাস কামড়ালে অতি সহজেই তাঁর প্রাণ যেতে পারত ৷ যদিও তিনি নিজে জানতেন না যে তিনি হাতে করে কী নিয়ে ঘুরছেন ৷ Daily Star-এর রিপোর্টের ভিত্তিতে বলতে পারা যায় যে এই ঘটনা নিয়ে এক মহিলা একটি ভিডিও পোস্ট করেছেন ৷
advertisement
ভিডিওতে দেখতে পাওয়া গিয়েছে মহিলার হাতে একটি সামুদ্রিক প্রাণী ৷ যাকে জল থেকে তিনি বাইরে বের করেছেন ৷ হাতের মধ্যে ওই ছোট্ট প্রাণীটি যাকে দেখতে নীল রঙের ছিল ৷ অতি সহজেই হাতের মধ্যে চলাফেরা করছিল ৷ টিকটক ভিডিওটি দেখার পরে বেশ কিছু মহিলাকে অনেকেই সতর্ক করে দেন তিনি আসলে কী নিয়ে ঘোরাফেরা করছেন সেই বিষয়ে ৷ ভিডিওটি দেখার পরে একের পর এক মন্তব্য করছেন যে এরপরেও যদি আপনি বেঁচে থাকেন তাহলে নিজেকে অতি সৌভাগ্যবতী বলে মনে করবেন ৷
advertisement
আসলে অক্টোপাস এতটাই বিষাক্ত প্রজাতির প্রাণী যে তাকে ছোঁয়াও উচিৎ নয় ৷ বেশ কিছু বয়স্ক মানুষ একে নীল রিং অক্টোপাস বলেও চিহ্নিত করেছেন ৷ এটি সায়নাইডের থেকেও ১০,০০০ গুণ বিষাক্ত বলেই মনে করা হয় ৷ এই ক্ষুদ্রাতিক্ষুদ্র জীবের এতটাই বিষের প্রভাব যে ২৬ জনের মৃত্যু এক নিমেষেই হতে পারে ৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: হাতে মৃত্যুর সরঞ্জাম মহিলার! সায়নাইডের থেকে ১০ হাজার গুণ বিষাক্ত, এক মিনিটে ২৬ জনকে মারতে পারে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement