Optical Illusion: ৫ সেকেন্ড দেখুন এই ছবি! তারপরে নিজের চোখকেই বিশ্বাস করতে পারবেন না

Last Updated:

Optical Illusion: পাঁচ সেকেন্ড তাকিয়ে থাকার পরে অবিশ্বাস্য কিছু একটা ঘটবেই

প্রতীকী ছবি ৷
প্রতীকী ছবি ৷
Clever Optical Illusion: অপটিক্যাল ইলিউশন অর্থাৎ নজরের ধোঁকা ৷ এক দেখছেন কিন্তু অন্য রকমের দেখতে দেখাচ্ছে ৷ আসলে এই ছবিতে যা আছে তা সঠিক ভাবে বলাটা অত্যন্ত সমস্যার ৷ প্রায় অসম্ভবও বলা যেতে পারে ৷ চোখে এই ধরনের ছবি দেখতে পাওয়া যায় রীতিমত ভাবে প্রভাব ফেলে ৷ চোখে এমন ছবি আছে যা রীতিমত ধোঁকা খাওয়ার যোগাড় হয়ে থাকে ৷ একে (Amazing Optical Illusion) তবে এটি মাইন্ড পাজেলের থেকে অনেক আলাদা ৷ এবার তো এমন কিছু রয়েছে যা খুঁজে বের করতে হবে ৷
advertisement
যা কোনও জন্তু জানোয়ারের রূপের মতই কিছু লুকিয়ে আছে ৷ এই ছবিতে যা কিছু লুকিয়ে আছে তাই দেখতে পাওয়া গিয়েছে ৷ সোজা সাপ্টা ভাবেই তা খুঁজে বের করতে হবে ৷ যা দেখতেও পাওয়া যাবে বুঝতেও পারা যাবে ৷ তবে এটি বুঝতে একটু সমস্যা হতে পারে ৷ পাঁচ সেকেন্ড এই ছবির দিকে তাকালে মস্তিষ্ক একদিকে আর চোখ অন্যদিকে ৷
advertisement
প্রতীকী ছবি ৷ ৫ সেকেন্ড দেখুন এই ছবি ৷
এই বিশেষ ধরনের আর্ট ওয়ার্কের কাজ এটাই যে যে রং দিয়ে প্রস্তুত ৷ পেটিং-এও বেশ কিছু মুভমেন্ট থাকতে পারে ৷ ছবিতে কোনও গতি নেই তবে এই ধরনের ছবি যেখানে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র বা বৃত্তাকারে মাত্র ৫ সেকেন্ড দেখলে বিভিন্ন ধরনের ধোঁকা হতে পারে চোখের সামনে ৷
advertisement
এটিই অপটিক্যাল ইলিউশনের মত প্রস্তুত করা হয়েছে ৷ প্রথমে ছবিতে গোল গোল যেভাব গুলি ঘুরছে তারদিকে তাকানো যাক ৷ এইগুলি চোখে ধোঁকা দেয় ৷ অপটিক্যাীল ইলিউশনের মত করে প্রস্তুত ৷ প্রথমে ছবির মধ্যে ঘূর্ণমান গোলগুলি দেখুন তারপরেই বলে দেওয়া হবে কেন এমন হয়? চোকের এই ধাঁধাকে বৈজ্ঞানিকেরা আকার, স্থান, অবস্থান ও রং অত্যন্ত সচেতন ভাবে ব্যবহৃত করা হয়েছে ৷ যা আমাদের চোখ ও মস্তিষ্ককে ঠকিয়ে দেয় ৷ এটি স্পষ্ট যে এই ছবিতে যা যা দেখা যাচ্ছে তা মোটেই চলমান নয় বা চলতে সক্ষম নয় ৷
advertisement
বেশ কিছু বৈজ্ঞানিক একে ইনভলিয়েন্ট্রি আই মুভমেন্ট হিসাবেও বলে থাকেন ৷ এরফলে আমাদের ভিশনও বারেবারে পরিবর্তিত হয় কেননা স্নায়ুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে এও পরিবর্তত হতে থাকে ৷ তবে যাঁরা কনট্যাক্টলেন্স পরে থাকেন তাঁদের ক্ষেত্রে চ্যালেঞ্জ দেখা যেতে পারে ৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Optical Illusion: ৫ সেকেন্ড দেখুন এই ছবি! তারপরে নিজের চোখকেই বিশ্বাস করতে পারবেন না
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement