Viral Video|Girl Body Building Video: চাবুকের মত শরীর মেয়েটির! লাল পাড় শাড়িতে Bicef-Six Pack-এ তোলপাড় সোশ্যাল মিডিয়ায়

Last Updated:

Girl Body Building|Suprity Acharjee|Beautiful Body |Instagram|Trending|Viral News|Shocking Video|Off Beats: শাড়ি পরে রীতিমত বাইসেফ দেখাচ্ছেন মহিলা সেই ভিডিওই এখন কাঁপাচ্ছেন সোশ্যাল মিডিয়া

 সুপ্রীতি আচার্য
সুপ্রীতি আচার্য
#নয়াদিল্লি: বর্তমানে ফিটনেসের বিষয়ে সবাই কম বেশি সচেতন ৷ বিশেষ করে দেশের যুব সম্প্রদায় ফিটনেসের ব্যাপারে অত্যন্ত সচেতন ৷ নানান ধরনের শারীরিক কসরৎ থেকে শুরু করে যোগসন সমস্ত বিষয়েই অত্যন্ত যত্নবান ৷ জিম থেকে শুরু করে ভার উত্তোলন সমস্ত কিছুতেই সচেনতা আগের থেকে বেশ কয়েকগুণ বেড়েছে ৷ শুধুই পুরুষরাই নন নারীরাও কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলেছেন ৷ আরও স্মার্টনেস আরও ফিটনেস কীভাবে বাড়ানো যায় সেই নিয়ে রীতিমত চিন্তিত তাঁরা ৷ বডি বিল্ডিং ছাড়াও ফিটনেসের বিষয়ে বিশেষ ভাবে নজর দেন তাঁরা ৷
advertisement
advertisement
এমন অনেক ফিটনেসের নিদর্শন দেখতে পাওয়া গিয়েছে যেখানে মেয়েরাও পিছিয়ে নেই শরীরচর্চার ক্ষেত্রে তা বারেবারে প্রমাণ করে থাকে ৷ জিমে জয়েন করার পর থেকেই নিরন্তর এক্সাসাইজ করতে হয় ৷ শুধুই শরীরচর্চাই নয় খাওয়া দাওয়ার উপরেও বিশেষ ভাবে নজর রাখতে হয় সবাইকে ৷ বেশি পরিমাণে মিষ্টি, ফ্যাট জাতীয় খাদ্যের থেকে কয়েক মাইল দূরে থাকেন ৷ প্রবল পরিশ্রমের সঙ্গে সঙ্গে দারুণ বড়ি তৈরি করে থাকেন সুপ্রীতি আচার্য (Suprity Acharjee) নামে এক মহিলা দারুণ ফিগার তৈরি করেছেন যা দেখে অন্যদের রীতিমত রাতের ঘুম উড়ে যেতে পারে ৷
advertisement
তাঁরই ভিডিও দুরন্ত গতিতে ভাইরাল হয়েছে ৷ ইনস্টাগ্রামে ভিডিও দুর্বার গতিতে ছড়িয়েছে ৷ সুপ্রীতি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শাড়ি পরে একটি ভিডিওতে পোজ দিয়েছেন ৷ শাড়ি পরেও বাইসেফ ও সিক্স প্যাক দেখাচ্ছেন ৷ এই মহিলা এমন ভাবে শারীরিক মোচড় দেখাচ্ছেন যা দেখে রীতিমত উল্টোপথে হাঁটতে হবে ৷ এই ভিডিওটি এখনও পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ লাইক করেছেন ৷ শুধুই বডি বিল্ডিং-এই নয় সুপ্রীতির মডেলিং-এও মজেছেন বহু মানুষ ৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video|Girl Body Building Video: চাবুকের মত শরীর মেয়েটির! লাল পাড় শাড়িতে Bicef-Six Pack-এ তোলপাড় সোশ্যাল মিডিয়ায়
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement