Viral: বউয়ের ভেবে অন্য মহিলার প্যান্টি বাড়িতে আনলেন ব্যক্তি, তারপর বউ যা করলেন, শুনলে চমকে যাবেন

Last Updated:

বর বাড়িতে আনলেন অন্য মহিলার প্যান্টি, ভেবেছিলেন তাঁর স্ত্রীয়েরই হবে, তারপর স্ত্রী যা করলেন, শুনলে হতবাক হবেন

সম্পর্কে ফাটলের অন্যতম মূল কারণ একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি! ঠিক সময়ে ভোল বোঝাবুঝি না মিটিয়ে নিলে ফল কিন্তু মারাত্মক হতে পারে! এমনকী ভাঙন হওয়াটাও অস্বাভাবিক নয়! সম্প্রতি এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মে নিজের জীবনের এমনই এক ঘটনা তুলে ধরলেন, যেখানে স্ত্রী তাঁকে ভুল বোঝে এবং তাঁদের সম্পর্ক আদালতের দোড়গোড়া পর্যন্ত পৌঁছে যায়! সেই ভুল বোঝাবুঝির মূলে ছিল একখানা প্যান্টি (Viral) !
ঘটনাটা তবে গোড়া থেকেই বলা যাক! মালয়েশিয়ার বাসিন্দা আইমজামা নামক সেই ব্যক্তি জানান, একদিন তিনি দেখেন তাঁর বাড়ির বারান্দার রেলিংয়ে একটি প্যান্টি আটকে রয়েছে! তিনি ভাবেন, নিশ্চয়ই তাঁর স্ত্রী-র প্যান্টি হবে, তাই তিনি সযন্তে প্যান্টিখানি তুলে বাড়ির ভিতরে রেখে দেন। এবার যেই- না প্যান্টি স্ত্রীয়ের নজরে পড়েছে, তিনি তো রাগে অগ্নিশর্মা! ভেবে ফেললেন, নিশ্চয়ই স্বামীর পরকীয়া চলছে এবং অন্য মহিলার প্যান্টি তিনি বাড়িতে নিয়ে এসেছেন! ব্যাস, শুরু ধুন্ধুমার কাণ্ড (Divorce On Underwear)!
advertisement
advertisement
ব্যক্তি জানান, সেদিন তাঁর স্ত্রী বাড়িতে ছিলেন না। বারান্দায় একটা প্যান্টি ঝুলতে দেখে, তিনি স্ত্রীয়ের মনে করেই বাড়ির ভিতরে এনে রেখেছিলেন। বাড়ি ফিরে স্ত্রীয়ের রণচণ্ডী মূর্তি (Divorce On Underwear)! প্যান্টিটি তাঁর ছিল না এবং তিনি ধরে নেন, নিশ্চয়ই তাঁর স্বামী অন্য সম্পর্কে লিপ্ত, এবং সেই মহিলার প্যান্টি বাড়িতে নিয়ে এসেছেন। তিনি কিছুতেই বিশ্বাস করতে চান না, বারান্দা থেকে আইমজামা প্যান্টিটি তুলে এনেছেন! ঘটনাটি আদালত পর্যন্ত গড়িয়ে যায়!
advertisement
মূল বিষয়টি কিন্তু অত্যন্ত সরল! হাওয়ায় আশপাশের বাড়ি থেকে অন্য কোনও মহিলার প্যান্টি এসে আইমজামা-র বারান্দার রেলিংয়ে আটকে ছিল! এতে আইমজামা-র কোনও দোষই ছিল না! কিন্তু তাঁর স্ত্রীকে বোঝায় কার সাধ্যি! তিনি রীতিমতো বিবাহবিচ্ছেদের হুমকি দেন! শেষ পর্যন্ত মাথা ঠাণ্ডা হলে, তিনি স্বামীর কথা বিশ্বাস করেন! নেটিজেনরা অবশ্য আইমজামা-র এই গল্প শুনে হেসে লুটিয়ে পড়ছেন! হিন্দিতে একটা প্রবাদ আছে, 'খায়া পিয়া কুছ নেহি গিলাস তুড়া বাড়ো আনা', আইমজামার গল্প এক্কেবারেই তাই!
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral: বউয়ের ভেবে অন্য মহিলার প্যান্টি বাড়িতে আনলেন ব্যক্তি, তারপর বউ যা করলেন, শুনলে চমকে যাবেন
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement