শনিবার ভোরবেলা থেকে বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের বৈদ্ধাশ্রম বুথের মল্লিকপাড়ায় চাঞ্চল্য সৃষ্টি করেছেন এক যুবক। বিয়ে না হলে কীটনাশক পান করার হুমকি দিয়ে তিনি ধর্নায় বসেন। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়। জানা গিয়েছে, ওই যুবক দীর্ঘ পাঁচ বছর ধরে মেয়েটির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন। তাঁদের বিয়ের কথাও ঠিক হয়েছিল। কিন্তু সম্প্রতি মেয়েটি অন্যত্র বিয়ে ঠিক করায় যুবক হতাশ হয়ে ধর্নায় বসেন। সঙ্গে রাখেন কীটনাশকের বোতল। যুবকের এমন কঠোর অবস্থান দেখে প্রেমিকা এবং পরিবারের লোকজন চম্পট দেয়। ঘটনাস্থলে খবর পেয়ে দ্রুত উপস্থিত হন স্থানীয় পঞ্চায়েত সদস্য। যদিও তিনি প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি।
advertisement
এলাকাবাসী রমেন বর্মন বলেন, “ভোরবেলা থেকে হাতে কীটনাশকের বোতল নিয়ে বসে আছে যুবক। যদি খেয়ে ফেলেন, তখন বড় দুর্ঘটনা ঘটতে পারে। আমাদের অনুরোধ পুলিশকে, মেয়েটিকে নিয়ে এসে যুবকের সঙ্গে বিয়ে করালেই সমস্যা মিটে যাবে।” পুলিশ ও স্থানীয় প্রশাসন এখন পরিস্থিতি শান্ত করতে সতর্ক রয়েছেন। স্থানীয়রা আশা করছেন, দ্রুত আলোচনার মাধ্যমে যুবককে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে।