TRENDING:

Viral: একধাক্কায় কমবে রান্নার গ্যাসের খরচ! এমন জিনিস বানালেন যুবক, হু হু আসছে অর্ডার, মুহূর্তে ভাইরাল নেটদুনিয়ায়

Last Updated:

Viral: ভেজা কাঠ ও সামান্য পরিমাণে জল দিলে অনেকটা বেশি সময় পর্যন্ত রান্না করা সম্ভব। এতে রান্নার খড়ির পরিমাণ লাগবে অনেকটা কম।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শীতলকুচি: বর্তমান সময়ে প্রায় প্রত্যেকটি বাড়িতে রান্না করার জন্য গ্যাসের ব্যবহার করা হয়ে থাকে। তবে একটা সময় ছিল যখন প্রায় প্রত্যেকটি বাড়িতেই রান্নার জন্য কাঠের উনুন ব্যবহার করা হতো। সেই উনুনে শুকনো কাঠ খড়ি না দিলে আগুন ভাল জ্বলত না। তবে সেক্ষেত্রে খড়ি প্রয়োজন পড়ত অনেকটাই বেশি। তবে এবার জেলা কোচবিহারের শীতলকুচি এলাকার এক যুবক তৈরি করে ফেললেন বিশেষ উনুন। যেখানে ভেজা কাঠ দিয়েই জ্বলছে আগুন। এছাড়া সাধারণ উনুনের চাইতে অনেকটাই কম খড়িতে রান্না হচ্ছে এই উনুনে।
advertisement

শীতলকুচির যুবক রমজান আলি মিঞা জানান, “দীর্ঘ ১৪ থেকে ১৬ মাস সময়ের চেষ্টায় তিনি এই বিশেষ উনুন তৈরি করতে সক্ষম হন। প্রথমে বেশ কয়েকবার বিফল হন তিনি। তবে অবশেষে তিনি সফল হয়েছেন। সাধারণত সকলেই জানে, আগুনে জল কিংবা ভেজা কাঠ দিলে আগুন নিভে যায়। তবে এই উনুনে সেটা হবে না। উল্টে ভেজা কাঠ ও সামান্য পরিমাণে জল দিলে অনেকটা বেশি সময় পর্যন্ত রান্না করা সম্ভব। এতে রান্নার খড়ির পরিমাণ লাগবে অনেকটা কম। অল্প খড়িতে দিনের সমস্ত রান্না করা সম্ভব সহজেই।”

advertisement

আরও পড়ুন-লাফিয়ে বাড়বে শুক্রাণুর সংখ্যা, ঝিমিয়ে পড়া পুরুষত্ব জেগে উঠবে ৭ দিনে, পুরুষদের ‘রামবাণ’ এই ফল, এভাবে খেলেই যৌবন-স্ট্যামিনা চাঙ্গা!

তিনি আরও জানান, “এই বিশেষ উনুন তৈরি করতে একটি তেলের টিনের ড্রাম, কিছুটা ঢালাই সামান্য লোহার রড, একটি ফিল্টার, একটি পুরনো লোহার জগ এবং একটি কম্পিউটারের ১২ ভোল্টের ফ্যান ব্যবহার করা হয়েছে। সব মিলিয়ে এই উনুন বানাতে খরচ হয়েছ প্রায় ৩০০০ থেকে ৪০০০ টাকার মতন। তবে এই উনুন বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের খরচ কমাতে অনেকটাই কার্যকর। বর্তমান সময়ে বহু গৃহস্থ বাড়ি থেকে এই জিনিসের অর্ডার আসছে তাঁর কাছে। তবে ব্যবসায়িক ভাবে এখনও তিনি তৈরি করেননি এই উনুন।”

advertisement

View More

আরও পড়ুন-বর আসার সঙ্গে সঙ্গেই চিৎকার, অঝোরে কান্না শুরু কনের, তারপরই ঘটে গেল…, বিয়ের আসরে মুহূর্তে সব শেষ!

ক্রমাগত রান্নার গ্যাসের দাম বৃদ্ধি। সেই বিষয়ের উপর চিন্তাভাবনা করে তৈরি করা হয়েছে এই বিশেষ উনুন। গ্রাম্য এলাকার বাড়িগুলিতে বর্তমান সময়ে এই উনুন বেশ অনেকটাই আকর্ষণ সৃষ্টি করেছে। বহু মানুষ ইতিমধ্যেই যোগাযোগ করতে শুরু করেছেন যুবকের সঙ্গে। স্বল্প খরচে দীর্ঘমেয়াদী সময় পর্যন্ত এই জিনিস সহজেই ব্যবহার করা সম্ভব। তাইতো এই উনুন তৈরির স্বল্প সময়ের মধ্যেই বেশ অনেকটা ভাইরাল হয়ে উঠেছেন এই যুবক।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিকেতনে রয়েছে কবিগুরুর ছাপাখানা, ঐতিহ্য-ইতিহাস
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Viral: একধাক্কায় কমবে রান্নার গ্যাসের খরচ! এমন জিনিস বানালেন যুবক, হু হু আসছে অর্ডার, মুহূর্তে ভাইরাল নেটদুনিয়ায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল