আরও পড়ুন: ট্রেনের মধ্যে কেক কেটে বন্দে ভারতের জন্মদিন পালন
পরিবারের সদস্যদের মুখে দু’বেলা দু’মুঠো খাবার তুলে দিতে মাছ দুই আগে নেপালে নির্মাণ শ্রমিকের কাজে গিয়েছিলেন মালদহের এই যুবক। মুকেশই পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন। বাবা বিশেষ চাহিদা সম্পন্ন হওয়ায় কোনও কাজ করতে পারেন না। অপরদিকে ভাই-বোনেরা ছোট। এদিকে জেলায় রোজগারের তেমন ব্যবস্থাও নেই। তাই একপ্রকার বাধ্য হয়েই নেপালে পরিযায়ী শ্রমিকের কাজে গিয়েছিলেন তিনি।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
সূত্রের খবর, সদ্য শেষ হওয়া বছরের শেষ দিন অর্থাৎ গত ৩১ ডিসেম্বর একটি নির্মীয়মান টাওয়ারের উপর উঠে কাজ করার সময় ড়ে গিয়ে মৃত্যু হয় মুকেশ সাঁই-এর। ঘটনার দু’দিন পর বাড়িতে পৌঁছয় তাঁর কফিন বন্দি দেহ। গ্রামবাসীদের অভিযোগ, ১০০ দিনের কাজের টাকা বন্ধ থাকায় গ্রামের অবস্থা ভয়াবহ হয়ে উঠেছে। এর ফলে গত কয়েক মাসে পরিযায়ী শ্রমিকের সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে। আর তাতে করে একের পর এক দুর্ঘটনার খবর আসছে। এদিকে সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে অসহায় পরিবারটি। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, তাঁরা সব রকমভাবে শোকাহত পরিবারটির পাশে থাকবেন।
হরষিত সিংহ