Malda News: ট্রেনের মধ্যে কেক কেটে বন্দে ভারতের জন্মদিন পালন

Last Updated:

দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হয়ে বন্দে ভারত এক্সপ্রেসের হাত ধরে। ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ সকলেই উপকৃত হয়েছেন

বন্দে ভারত এক্সপ্রেস 
বন্দে ভারত এক্সপ্রেস 
মালদহ: একবছর পূর্ণ হল হাওড়া-নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের। দেশের দ্রুত গতির এই ট্রেন প্রথম চালু হয়েছিল ১ জানুয়ারি, ২০২৩-এ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৩০ ডিসেম্বর, ২০২২ সালে এই ট্রেনের উদ্বোধন করেছিলেন।‌ গত বছর পয়লআ জানুয়ারি থেকে যাত্রী নিয়ে ছোটা শুরু হয়। ব্যাপক জনপ্রিয়তা বৃদ্ধি পায় দেশের দ্রুতগতির এই ট্রেন। এদিন বেশ ধুমধামের সঙ্গে তার প্রথম বছরের জন্মদিন উদযাপন করল রেল।
দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হয়ে বন্দে ভারত এক্সপ্রেসের হাত ধরে। ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ সকলেই উপকৃত হয়েছেন। দার্জিলিং সহ উত্তরবঙ্গের পর্যটন মানচিত্রেও ব্যাপক প্রভাব ফেলেছে বন্দে ভারত এক্সপ্রেস। পর্যটকদের কাছে এখন প্রথম পছন্দের ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। এক বছর পূর্ণ হওয়া উপলক্ষে এদিন ট্রেনের মধ্যেই কেক কাটা হয়। যাত্রী থেকে বন্দে ভারত এক্সপ্রেসের কর্মীরা ট্রেনের মধ্যেই কেক কেটে দিনটি উদযাপন করেন।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
রেল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে এই ট্রেনটি ১০০ শতাংশ যাত্রী নিয়ে চলাচল করছে। টিকিট বুকিং দ্রুত সম্পন্ন হয়। ট্রেনটি বোলপুর-শান্তিনিকেতন, মালদহ টাউন এবং বারসোই স্টেশনে স্টপেজ দেয়। পথের স্টেশনগুলির যাত্রীরাও দ্রুত রেল পরিবহণ সংযোগের মাধ্যমে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে যোগদানকারী এই উচ্চ-গতির ট্রেনের দ্বারা উপকৃত হচ্ছে। এই হাওড়া-নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের প্রথম বার্ষিকী চালানোর দিন যাত্রীদের বিশেষভাবে স্বাগত জানানো হয়। ট্রেনের মধ্যে এক বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: ট্রেনের মধ্যে কেক কেটে বন্দে ভারতের জন্মদিন পালন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement