আরও পড়ুন: সময়ের সঙ্গে সঙ্গে মুখোশ নৃত্য তার গরিমা হারালেও ব্যতিক্রম বালুরঘাটের শুভম মন্ডল!
অভিযোগ জানাতে ভারত সরকারের বিআইএস কেয়ার (BIS Care) অ্যাপ এবং রাজ্য সরকারের https://wbconsumers.gov.in ওয়েবসাইট ও টোলফ্রি নাম্বার ১৮০০-৩৪৫-২৮০৮ এ কল করে অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হয়।
আরও পড়ুন: বর্ষার মরসুমের আগেই রাজ্য সড়কের বেহাল দশা! সকলের দাবি দ্রুত সংস্কার
advertisement
অনেক সময় কেনাবেচার ক্ষেত্রেও সমস্যার মুখে পড়তে হয় ক্রেতাদের। টাকা লেনদেন অথবা ধার বাকি এমনকি এমআরপি তথা সর্বোচ্চ খুচরা মূল্য থেকেও বেশি দাম নিয়ে থাকেন বিক্রেতারা। তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নিতেই এমন উদ্যোগ বলে জানান খাদ্য সুরক্ষা দফতর এর প্রশাসনিক আধিকারিকরা।
এই পদ্ধতি অনেক আগে থেকেই রয়েছে কিন্তু বেশিরভাগ জনসাধারণ এমন সচেতন মূলক বিষয়ে অজ্ঞাত। তাই সুযোগের ফাঁকে ভেজাল এবং মেয়াদ উত্তীর্ণ খাবারও বিক্রয় করে থাকেন বিক্রেতারা। এমন কর্মসূচি দেশের প্রত্যেক প্রান্তে হলে ক্রেতারা সচেতন এবং জাগ্রত হবেন। যার ফলে ভেজাল এবং মেয়াদ উত্তীর্ণ খাবার থেকে নিজেকে কেনার আগে সতর্ক করতে পারবেন ক্রেতারা।
দোকান বাজার অনলাইন শপিং ওয়েবসাইটের মাধ্যমে কেনা কোন খাদ্য সামগ্রীতে ভেজাল জিনিস দেখলে অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হয়। অভিযোগ জানাতে ভারত সরকার দ্বারা গঠিত মোবাইল অ্যাপের মাধ্যমে কিভাবে সহজ উপায়ে কমপ্লেইন করবেন তা বুঝিয়ে দেন সরকারি আধিকারিকরা।