এ বিষয়ে মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য জানান, “অভিযুক্তের নামে একাধিক ব্যক্তি অভিযোগ দায়ের করেছেন এবং পুলিশ তদন্ত শুরু করেছে।”
আরও পড়ুন: বিরোধী দলনেতার পদে রাহুল গান্ধি? কংগ্রেস নেতা রাজি হলে সংসদেও জমজমাট দ্বৈরথের অপেক্ষা
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত মহিলা বিভিন্ন মালিকের গাড়ি ভাড়ার নামে নিয়ে বাইরের রাজ্যে খুব কম দামে বিক্রি করে দিতেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, যে তিনি স্থানীয় গাড়ির মালিকদের কাছ থেকে গাড়ি ভাড়া নেন মাসিক চুক্তিতে। পরবর্তীতে কিছু কিছু মালিককে মাসিক চুক্তিতে টাকা দিলেও অধিকাংশেরই টাকা বাকি থাকে।গাড়ির টাকা মিটিয়ে দেওয়ার নামে শুক্রবার দুপুরে গাড়ির মালিকদেরকে গঙ্গারামপুর মহকুমা আদালতে ডেকে পাঠায়। সময় মতো গাড়ির মালিকরা এসে পৌঁছলে সবাইকে টাকা দিতে পারেননি শ্রাবনী সাহা। এরপরই গাড়ির মালিকরা একত্রিত হয়ে ওই মহিলাকে তুলে দেয় বংশীহারী থানার হাতে। ওই রাতেই ওই মহিলার নামে বংশীহারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সমস্ত গাড়ির মালিকরা।
advertisement
অভিযোগের ভিত্তিতে ওই মহিলাকে গ্রেফতার করে বংশীহারি থানার পুলিশ। এ দিন সকালে অভিযুক্তকে তোলা হয় গঙ্গারামপুর মহকুমা আদালতে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বংশীহারি থানার পুলিশ।
সুস্মিতা গোস্বামী