TRENDING:

South Dinajpur News: এ যেন এক গাড়ি মাফিয়া! শত শত গাড়ি বাইরের রাজ্যে বিক্রি! পাকড়াও মহিলা

Last Updated:

অভিযুক্ত মহিলা বিভিন্ন মালিকের গাড়ি ভাড়ার নামে নিয়ে বাইরের রাজ্যে খুব কম দামে বিক্রি করে দিতেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বালুরঘাট: নিজেকে আইনজীবীর পরিচয় দিয়ে একাধিক গাড়ি ভাড়া নিয়ে সেই গাড়ির ভাড়া টাকা না দেওয়ার অভিযোগে উঠল এক মহিলার বিরুদ্ধে। জানা গিয়েছে, গঙ্গারামপুরের বাসিন্দা শ্রাবণী সাহা, পেশায় একজন ব্যবসায়ী নিজেকে আইনজীবী বলে দাবি করে ওই গাড়িগুলি ভাড়া নেন। গতকাল রাতে গঙ্গারামপুর থানা এলাকার প্রায় ১৫ জন গাড়ির মালিক বংশীহারি থানায় এসে অভিযোগ দায়ের করেন। তাঁদের অভিযোগের ভিত্তিতেই আজ গ্রেফতার করা হয় শ্রাবণী সাহাকে এবং তাঁকে বংশিহারি আদালতে তোলা হয়। ওই নামে কোনও আইনজীবী তাঁদের সংগঠনে নথিভুক্ত নেই বলে দাবি করেছে বংশীহারি বার অ্যাসোসিয়েশন৷
জালিয়াতির অভিযোগ এক মহিলার বিরুদ্ধে 
জালিয়াতির অভিযোগ এক মহিলার বিরুদ্ধে 
advertisement

এ বিষয়ে মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য জানান, “অভিযুক্তের নামে একাধিক ব্যক্তি অভিযোগ দায়ের করেছেন এবং পুলিশ তদন্ত শুরু করেছে।”

আরও পড়ুন: বিরোধী দলনেতার পদে রাহুল গান্ধি? কংগ্রেস নেতা রাজি হলে সংসদেও জমজমাট দ্বৈরথের অপেক্ষা

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত মহিলা বিভিন্ন মালিকের গাড়ি ভাড়ার নামে নিয়ে বাইরের রাজ্যে খুব কম দামে বিক্রি করে দিতেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, যে তিনি স্থানীয় গাড়ির মালিকদের কাছ থেকে গাড়ি ভাড়া নেন মাসিক চুক্তিতে। পরবর্তীতে কিছু কিছু মালিককে মাসিক চুক্তিতে টাকা দিলেও অধিকাংশেরই টাকা বাকি থাকে।গাড়ির টাকা মিটিয়ে দেওয়ার নামে শুক্রবার দুপুরে গাড়ির মালিকদেরকে গঙ্গারামপুর মহকুমা আদালতে ডেকে পাঠায়। সময় মতো গাড়ির মালিকরা এসে পৌঁছলে সবাইকে টাকা দিতে পারেননি শ্রাবনী সাহা। এরপরই গাড়ির মালিকরা একত্রিত হয়ে ওই মহিলাকে তুলে দেয় বংশীহারী থানার হাতে। ওই রাতেই ওই মহিলার নামে বংশীহারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সমস্ত গাড়ির মালিকরা।

advertisement

View More

অভিযোগের ভিত্তিতে ওই মহিলাকে গ্রেফতার করে বংশীহারি থানার পুলিশ। এ দিন সকালে অভিযুক্তকে তোলা হয় গঙ্গারামপুর মহকুমা আদালতে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বংশীহারি থানার পুলিশ।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: এ যেন এক গাড়ি মাফিয়া! শত শত গাড়ি বাইরের রাজ্যে বিক্রি! পাকড়াও মহিলা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল