Rahul Gandhi: বিরোধী দলনেতার পদে রাহুল গান্ধি? কংগ্রেস নেতা রাজি হলে সংসদেও জমজমাট দ্বৈরথের অপেক্ষা

Last Updated:

লোকসভা নির্বাচনে ৯৯টি আসনে জয়লাভ করেছে তারা৷ কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটও বিজেপি এবং এনডিএ-কে চাপে ফেলে ২৩৪টি আসনে জয়লাভ করেছে৷

বিরোধী দলনেতা রাহুল গান্ধি?
বিরোধী দলনেতা রাহুল গান্ধি?
নয়াদিল্লি: লোকসভায় সম্ভবত বিরোধী দলনেতার আসনে বসতে চলেছেন রাহুল গান্ধি৷ এ দিন নয়াদিল্লিতে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে এমনই প্রস্তাব পাস হয়েছে৷ সূত্রের খবর, সর্বসম্মতিক্রমেই রাহুলের নামে সিলমোহর পড়েছে৷
গত দশ বছর বিরোধী দলনেতার পদ পাওয়ার জন্য প্রয়োজনীয় সংখ্যাতেই পৌঁছতে পারেনি কংগ্রেস৷ ফলে লোকসভায় অধীররঞ্জন চৌধুরী কংগ্রেসের দলনেতার দায়িত্ব সামলালেও বিরোধী দলনেতার পদ খালিই ছিল৷ ফলে প্রায় দশ বছর পরে সংসদে বিরোধী দলনেতার পদ ফিরতে চলেছে৷ আর সেই গুরুদায়িত্ব সম্ভবত পালন করতে চলেছেন রাহুলই৷ তবে পুরোটাই নির্ভর করেছে রাহুলের সিদ্ধান্তের উপরে৷ ওয়ার্কিং কমিটির বৈঠক শেষে কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল জানিয়েছেন, বিরোধী দলনেতার দায়িত্ব নেবেন কি না, তা ভেবে দেখবেন বলে বৈঠকে জানিয়েছেন রাহুল৷
advertisement
advertisement
একের পর এক নির্বাচনে বিপর্যয় কাটিয়ে উঠে শেষ পর্যন্ত লোকসভা নির্বাচনে সাফল্যের মুখ দেখেছে কংগ্রেস৷ লোকসভা নির্বাচনে ৯৯টি আসনে জয়লাভ করেছে তারা৷ কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটও বিজেপি এবং এনডিএ-কে চাপে ফেলে ২৩৪টি আসনে জয়লাভ করেছে৷ কংগ্রেসের এই ঘুরে দাঁড়ানো এবং ইন্ডিয়া জোটের সাফল্যের বড় কৃতিত্ব রাহুল গান্ধিকেই দিচ্ছেন কংগ্রেস নেতারা৷
advertisement
এ দিন কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকেও কংগ্রেসের পুনরুত্থানের কারণ হিসেবে রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রার ভূয়সী প্রশংসা করা হয়৷ বৈঠকে রাহুল গান্ধি ছাড়াও উপস্থিত ছিলেন সনিয়া গান্ধি, প্রিয়ঙ্কা গান্ধি, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের মতো দলের শীর্ষ নেতারা৷
advertisement
বৈঠক শেষে কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল বলেন, ‘কংগ্রেসের পুনরুত্থান শুরু হয়ে গিয়েছে৷ তবে বেশ কিছু রাজ্যে আমাদের খারাপ ফল হয়েছে, তার কারণ খতিয়ে দেখা হচ্ছে৷’ নরেন্দ্র মোদির কাছে বারাণসী কেন্দ্রে পরাজিত কংগ্রেস নেতা অজয় রাই বলেন, ‘বিজেপি কংগ্রেস মুক্ত ভারতের কথা প্রচার করেছিল৷ ভারত আবার কংগ্রেস যুক্ত হয়ে গিয়েছে৷ রাহুল গান্ধি সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছেন৷ তাঁরই বিরোধী দলনেতার দায়িত্ব পালন করা উচিত৷’
advertisement
কংগ্রেস সাংসদ কুমারী শৈলজা, মহারাষ্ট্রের কংগ্রেস সভাপতি নানা পাটোলরাও জানিয়েছেন, রাহুলকেই বিরোধী দলনেতা হিসেবে বেছে নিয়ে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে প্রস্তাব পাস হয়েছে৷ শেষ পর্যন্ত রাহুল নিজে এই দায়িত্ব নিতে রাজি হন কি না, সেটাই এখন দেখার৷’
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Rahul Gandhi: বিরোধী দলনেতার পদে রাহুল গান্ধি? কংগ্রেস নেতা রাজি হলে সংসদেও জমজমাট দ্বৈরথের অপেক্ষা
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement