TRENDING:

Winter Vegetable: শীতকালীন সবজিতে ভরেছে পাহাড়! বাজারে ছেয়েছে এই সস্তা-টাটকা সবজি

Last Updated:

Winter Vegetable: ইতিমধ্যেই শীতকালীন সবজিতে ছেয়ে গেছে পাহাড়ের বাজার, যেমন সস্তা তেমন টাটকা দেখলেই মন জুড়িয়ে যায়, পাহাড়ী টাটকা সবজি কিনতে স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের ভিড়!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দার্জিলিং: বৃষ্টিতে ক্ষতির পর শীত আসতেই সবুজ শাকসবজিতে ভরে উঠেছে পাহাড়ের বাজার। এ যেন পাহাড়ি বাজারে সবজির মেলা। কি নেই এই বাজারে সবুজ টাটকা টাটকা সবজি দেখে যেন মন জুড়িয়ে যায়। পাহাড়ি বাজারে শুধু স্থানীয়রাই নয় এই পথ দিয়ে যাবার সময় পর্যটকেরাও দাঁড়িয়ে পড়ছে নিজের পছন্দের সবজি কিনতে।
advertisement

আরও পড়ুনঃ এক টুকরো আমলকি, ব‍্যাস! শুধু এই নিয়মে খেলেই ইউরিক অ‍্যাসিডের টিকি থাকবে না শরীরে

পাহাড়ের অনুকূল শীতল পরিবেশ শাকসবজি চাষের জন্য বেশ উপযোগী। সেই অর্থেই বর্তমানে পাহাড়ের একাধিক জায়গায় বিভিন্ন রকমের সবজি চাষ করে স্বাবলম্বী হচ্ছে পাহাড়ের স্থানীয় বাসিন্দারা। বর্তমানে পাহাড়ের এই অর্গানিক সবজি সাড়া ফেলেছে পাহাড়ে ঘুরতে আসা পর্যটকদের মনে। বাজারজুড়ে সবুজ শাকসবজি দেখে যেন মন ভরে যায়। চলতি বছরে প্রবল বৃষ্টিপাতে বহু ফসল নষ্ট হওয়ায় লাগাম ছাড়া দাম বেড়েছিল সবজির সেই অর্থে শীত আসতে বাজারজুড়ে ভরে উঠেছে পাহাড়ের কোলে চাষ করা বিভিন্ন অর্গানিক শাকসবজি এবং এর দামও তুলনামূলক অনেকটাই কম। বর্তমানে দার্জিলিং এর ৮ মাইলের এই বাজারে পাহাড়ের কোলে উৎপাদিত অর্গানিক মুলা গাজর ডল্লে খুড়সানি টমেটো , রাইশাক সহ বিভিন্ন আরো বিভিন্ন সবজিতে ভরে উঠেছে বাজার। এই প্রসঙ্গে স্থানীয় এক সবজি বিক্রেতা ইয়াঙ্কি শেরপা বলেন শুধু স্থানীয় দায়ী নয় পর্যটক এরাও পছন্দমত বিভিন্ন সবজি এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে। বর্তমানে পাহাড়ের কোলে উৎপাদিত অর্গানিক মুলা গাজর এবং এই ডল্লে খুরসানি পর্যটকদের খুব পছন্দের। বর্তমানে বাজারে সবজি ঠিকঠাক মতো আশায় এর দামও অনেকটাই কম রয়েছে ফলে খুশি সাধারণ মানুষ।

advertisement

আরও পড়ুনঃ আটার সঙ্গে মেশান ‘দু-চামচ’ এই জিনিস! রুটির পুষ্টিগুণে উধাও হবে কোলেস্টেরল, কমবে প্রেশার

শীত আসতেই সকলের পছন্দের তালিকায় থাকে বিভিন্ন রকমারি সবজির সম্ভার। শীত আসতেই সকলের পছন্দের সবজিতে ভরে উঠে বাজার। শীতের মরশুমে শাক সবজির ফলন ভাল হওয়ায় এর দাম তুলনামূলকভাবে বাকি সময়ের থেকে অনেকটাই কম থাকে। বর্তমানে শুধু সমতল নয় শীত আসার সাথে সাথে পাহাড়ের বাজার ছেয়েছে পাহাড়ের কোলে উৎপাদিত সবুজ অর্গানিক শাকসবজিতে। শুধু স্থানীয় নয় দার্জিলিং যাওয়ার পথে পাহাড়ি রাস্তায় গাড়ি দাড় করিয়ে সবজি কিনতে ব্যস্ত পর্যটকেরাও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতে উষ্ণতা পেতে নবদ্বীপে বিগ্রহের জন্য গরম কাপড় ও বিশেষ আতর! বৈষ্ণবদের "আত্মবৎ' সেবা
আরও দেখুন

সুজয় ঘোষ

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Winter Vegetable: শীতকালীন সবজিতে ভরেছে পাহাড়! বাজারে ছেয়েছে এই সস্তা-টাটকা সবজি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল