এ বছর তুলনামূলকভাবে আগেভাগেই শীতের আমেজ। ইতিমধ্যেই হালকা হালকা ঠান্ডা পড়তে শুরু করেছে পাহাড় এবং সমতল উভয় জায়গাতে। সেই অর্থে ইতিমধ্যেই বাজারে শীত বস্ত্র কিনতে ভিড় স্থানীয় থেকে শুরু করে পর্যটকদের। ঠান্ডার সময় সকলেরই কেনাকাটির প্রথম তালিকায় থাকে গরম জমা কাপড় সেই অর্থেই ঠান্ডা আসলেই চাহিদা বাড়ে এই গরম জামাকাপড়ের।
advertisement
তবে বাইরে থেকে আসা অনেক পর্যটক এরই মনে প্রশ্ন থাকে কোথায় গেলে কম দামে ভালো মানের গরম জামা কাপড় পাওয়া যাবে। সেই অর্থেই শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে কার্শিয়াং বাজারে ইতিমধ্যেই সেজে উঠেছে গরম জামাকাপড়ের স্টল। এই প্রসঙ্গে সেখানকার এক জামা কাপড় বিক্রেতা বলেন শীতের আমেজ আসতে না আসতেই গরম জামা কাপড় নিতে সকলেই বাজারে আসছে। এই বাজারে স্থানীয়দের হাতের তৈরি উলের জিনিস থেকে শুরু করে টুপি মাপলার সহ সোয়েটার সবকিছুই সুলভ মূল্যে পাওয়া যায়। প্রত্যেক বছরই প্রচুর পর্যটক গরম জামা কাপড় কিনতে ভিড় জমায় এই কার্শিয়াং বাজারে।
আরও পড়ুন- সাংঘাতিক! গলায় ফাঁস দিয়ে ঝুলছিলেন যুবক…! দেখেই কী করলেন সিভিক ভলেন্টিয়ার?
তাহলে আর দেরি কিসের তা আপনিও যদি ঠান্ডার মরসুমে গরম জামা কাপড় কেনার কথা ভাবেন তাহলে দার্জিলিং যাওয়ার পথে কার্শিয়াং বাজার হতে চলেছে আপনার সেরা ঠিকানা। এখানে সুলভ মূল্যে রয়েছে বিভিন্ন গরম জামা কাপড়। বাজারের ভেতরে ঢুকলে যে দিকে তাকাবেন সেদিকেই দেখতে পাবেন বিভিন্ন দোকান এবং স্টলে সারি সারি সাজানো রয়েছে শীত বস্ত্র। বর্তমানে শীতের মরশুম আসার সাথে সাথেই কার্শিয়াং বাজারে দেদারে বিক্রি হচ্ছে শীতবস্ত্র। স্থানীয় থেকে শুরু করে পর্যটক সকলেই পছন্দের শীতবস্ত্র কিনতে ব্যস্ত।
সুজয় ঘোষ