TRENDING:

Darjeeling Winter Garments: এত সস্তায় এত ভাল! এই উষ্ম সোয়েটারের বাজারই জানান দিচ্ছে শীতের পদধ্বনি!

Last Updated:

Winter Garments: ইতিমধ্যেই পাহাড় থেকে শুরু করে সমতল সব জায়গাতেই হালকা হালকা শীতের আমেজ সেই অর্থেই বাজারজুড়ে চাহিদা বাড়ছে শীতবস্ত্রের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দার্জিলিং: বৃষ্টির রেশ কাটতে না কাটতেই উত্তরবঙ্গে শীতের আমেজ। পাহাড় থেকে শুরু করে সমতল সব জায়গাতেই পারদ নামতে শুরু করেছে। শীতকাল অনেকেরই প্রিয়। সেই অর্থেই ইতিমধ্যেই বাজারজুড়ে চাহিদা বাড়ছে শীতবস্ত্রের। প্রত্যেক বছরই ঠান্ডার ছুটিতে পাহাড় ভ্রমণে ছুটে আসেন প্রচুর পর্যটক সেই অর্থে পাহাড়ের বাজারে দেদারে বিক্রি হয় গরম জামা কাপড়। ইতিমধ্যেই মাফলার টুপি থেকে শুরু করে জ্যাকেট দিয়ে ভরে উঠেছে দার্জিলিং পাহাড়ের কার্শিয়াং বাজার।
advertisement

এ বছর তুলনামূলকভাবে আগেভাগেই শীতের আমেজ। ইতিমধ্যেই হালকা হালকা ঠান্ডা পড়তে শুরু করেছে পাহাড় এবং সমতল উভয় জায়গাতে। সেই অর্থে ইতিমধ্যেই বাজারে শীত বস্ত্র কিনতে ভিড় স্থানীয় থেকে শুরু করে পর্যটকদের। ঠান্ডার সময় সকলেরই কেনাকাটির প্রথম তালিকায় থাকে গরম জমা কাপড় সেই অর্থেই ঠান্ডা আসলেই চাহিদা বাড়ে এই গরম জামাকাপড়ের।

advertisement

আরও পড়ুন- ‘দানা’ কী ভাবে শক্তি বাড়াচ্ছে? কবে থেকে আবহাওয়ার বদল? দেখে নিন সপ্তাহব্যাপী সাইক্লোন রিপোর্ট

তবে বাইরে থেকে আসা অনেক পর্যটক এরই মনে প্রশ্ন থাকে কোথায় গেলে কম দামে ভালো মানের গরম জামা কাপড় পাওয়া যাবে। সেই অর্থেই শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে কার্শিয়াং বাজারে ইতিমধ্যেই সেজে উঠেছে গরম জামাকাপড়ের স্টল। এই প্রসঙ্গে সেখানকার এক জামা কাপড় বিক্রেতা বলেন শীতের আমেজ আসতে না আসতেই গরম জামা কাপড় নিতে সকলেই বাজারে আসছে। এই বাজারে স্থানীয়দের হাতের তৈরি উলের জিনিস থেকে শুরু করে টুপি মাপলার সহ সোয়েটার সবকিছুই সুলভ মূল্যে পাওয়া যায়। প্রত্যেক বছরই প্রচুর পর্যটক গরম জামা কাপড় কিনতে ভিড় জমায় এই কার্শিয়াং বাজারে।

advertisement

View More

আরও পড়ুন- সাংঘাতিক! গলায় ফাঁস দিয়ে ঝুলছিলেন যুবক…! দেখেই কী করলেন সিভিক ভলেন্টিয়ার?

তাহলে আর দেরি কিসের তা আপনিও যদি ঠান্ডার মরসুমে গরম জামা কাপড় কেনার কথা ভাবেন তাহলে দার্জিলিং যাওয়ার পথে কার্শিয়াং বাজার হতে চলেছে আপনার সেরা ঠিকানা। এখানে সুলভ মূল্যে রয়েছে বিভিন্ন গরম জামা কাপড়। বাজারের ভেতরে ঢুকলে যে দিকে তাকাবেন সেদিকেই দেখতে পাবেন বিভিন্ন দোকান এবং স্টলে সারি সারি সাজানো রয়েছে শীত বস্ত্র। বর্তমানে শীতের মরশুম আসার সাথে সাথেই কার্শিয়াং বাজারে দেদারে বিক্রি হচ্ছে শীতবস্ত্র। স্থানীয় থেকে শুরু করে পর্যটক সকলেই পছন্দের শীতবস্ত্র কিনতে ব্যস্ত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সুজয় ঘোষ

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Darjeeling Winter Garments: এত সস্তায় এত ভাল! এই উষ্ম সোয়েটারের বাজারই জানান দিচ্ছে শীতের পদধ্বনি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল