Cyclone Dana Tracker: 'দানা' কী ভাবে শক্তি বাড়াচ্ছে? কবে থেকে আবহাওয়ার বদল? দেখে নিন সপ্তাহব্যাপী সাইক্লোন রিপোর্ট
- Published by:Tias Banerjee
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Cyclone Dana Tracker: আতঙ্ক ছড়িয়ে গিয়েছে প্রায় গোটা দেশেই। তবে কবে, কোথায়, কতটা শক্তি নিয়ে ল্যান্ডফল--- তা নিয়ে এখনও ধোঁয়াশা অনেকেরই। এই প্রতিবেদনে আবহাওয়ার টাটকা খবর দেওয়ার পাশাপাশি রইল 'দানা'-র বিশদ রিপোর্ট।
advertisement
advertisement
সিস্টেমটি 1001 millibars. হারে শক্তি বাড়াচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় এটি গভীর (Depression) থেকে অতি গভীর নিম্নচাপে (Deep Depression)পরিণত হবে। আগামী ৪৮ ঘণ্টায় একটি অতি গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়(Cyclonic Storm)পরিণত হবে। আগামী ৭২ ঘণ্টায় এটি ঘূর্ণিঝড় থেকে তীব্র ঘূর্ণিঝড় (Severe Cyclonic Storm)-এ পরিণত হতে চলেছে।
advertisement
advertisement
advertisement
advertisement
জেলাভিত্তিক সতর্কতা জারির সম্ভাবনা: লাল সতর্কতা (ভারী থেকে অত্যাধিক ভারী): দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম (70-200 mm or more ).2. কমলা সতর্কতা (ভারী থেকে অতিভারী): উত্তর ২৪ পরগনা হাওড়া হুগলি কলকাতা পুরুলিয়া বাঁকুড়া(70-200 mm). 3. হলুদ সতর্কতা (ভারী থেকে অতিভারী): গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে, যেমন মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া।
advertisement
advertisement
নিরাপত্তা জনিত সতর্কতা: ১। প্রতিনিয়ত আবহাওয়া আপডেট গুলো ফলো করুন। ২। সরকারিভাবে কোন নির্দেশ থাকলে সাইক্লোন সেন্টার কিংবা ত্রাণ শিবিরে আশ্রয় নিন। ৩। প্রাথমিক প্রয়োজনীয় জিনিসপত্র মজুত করুন (শুকনো খাবার, পানীয় জল, সাধারণ ওষুধপত্র)। ৪। সতর্ক করা অঞ্চলগুলোতে ভ্রমণ এড়িয়ে চলুন । ৫। প্রয়োজনীয় কাগজপত্র, ডকুমেন্ট, টর্চ, মোবাইল সহ যাবতীয় মূল্যবান জিনিসপত্র নিরাপদে রাখুন।
advertisement
হেল্প লাইন নাম্বার --- জাতীয় বিপর্যয় মোকাবিলা দল (NDRF): 011-23438298. 2. রাজ্য বিপর্যয় মোকাবিলা দল: 1070 (toll-free). 3. স্থানীয় পুলিশ প্রশাসন নম্বর ভয় কিংবা আতঙ্ক নয় সচেতন থাকুন সাবধান থাকুন নিরাপদে থাকুন। সরকারি অফিসিয়াল আবহাওয়া আপডেটে নজর রাখুন। ভারতীয় আবহাওয়া দপ্তর ও আলিপুর আবহাওয়া দপ্তরের নির্দেশিকা মেনে চলুন।