বক্সা জঙ্গল দিয়ে ঘেরা গোপালবাহাদুর বস্তি। এই এলাকায় মাঝেমধ্যে হাতির উপদ্রবের বিষয়ে শোনা যায়। গোপালবাহাদুর বস্তিতে ভুট্টা চাষ হয়। এছাড়াও সুপারি চাষ হয়। হাতির উপদ্রবে চাষবাসের পরিমাণ কমেছে এলাকায়। মাঝে দু’মাস হাতি এলাকায় ঘুরে বেড়াতে দেখা যায়নি। এদিন সকালে হঠাৎ একটি আহত পুরুষ হাতির আওয়াজ শোনেন এলাকাবাসীরা। বাইরে এসে দেখেন একটি পূর্ণবয়স্ক পুরুষ হাতি এলাকা দিয়ে ঘুরছে। তার পিঠ, পায়ে আঘাতের দাগ রয়েছে।
advertisement
আরও পড়ুন: বাংলাদেশ অস্বস্তির মাঝেই আবার কি হল! ভুটান সীমান্তে অস্ত্রসস্ত্র নিয়ে হাজির হলেন ভারতীয় সেনারা
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এলাকাবাসীদের অনুমান জঙ্গলে যুদ্ধ হয়েছিল দুটি হাতির। তারপরেই এই পরিস্থিতি।এলাকার বাসিন্দারা বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীদের খবর দিয়েছে। হাতির ওপর নজর রাখছেন বন কর্মীরা।
Annanya Dey





