Agriculture Tips: আপনার অজান্তেই 'এই' আগাছা ধ্বংস করছে ফসল, জটিল রোগের হাতছানি! দ্রুত ছেঁটে না ফেললে মহাবিপদ, সহজ দুটি উপায়ে মিলবে মুক্তি
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
Agriculture Tips: চাষ জমির পাশে আপনার অজান্তেই গজিয়ে উঠছে এই ক্ষতিকারক আগাছা। দ্রুত সাফ করুন নাহলে হতে পারে বিরাট ক্ষতি। মানুষ এবং গবাদি পশুর স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক বিষাক্ত উপাদানও রয়েছে এতে। কীভাবে নির্মূল করবেন 'পার্থেনিয়াম হিস্টেরোফরাস' জেনে নিন... 
advertisement
1/6

 জমিতে ফলন কম হচ্ছে নাকি একেবারেই ফলন থমকে গিয়েছে। জমির আশেপাশে এই আগাছা নেই তো? তাহলে দ্রুত সাফ করে ফেলুন এই আগাছা। নাহলে হতে পারে চাষ জমির বিরাট ক্ষতি। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/6
 অজান্তে এই আগাছাকে রেখে দিচ্ছেন অনেকে। কিন্তু চাষ জমির শত্রু এই আগাছা ক্ষতিকারক ফসলি জমির জন্য। শুধু তাই নয় গবাদিপশু এবং মানুষের জন্যও ক্ষতিকারক বিষাক্ত উপাদান যুক্ত এই আগাছা। তাই ভুল করার আগেই ছেটে ফেলুন এই আগাছা। নাহলে হতে পারে ব্যাপক ক্ষতি।
advertisement
3/6
 সাধারণত বাগান, ফসলি চাষ জমি এবং রাস্তাঘাটের জরাজীর্ণ এলাকায় দেখা দেয় পার্থেনিয়াম হিস্টেরোফরাস নামক ক্ষতিকারক এই আগাছা। যা নষ্ট করে ফেলে বাগানের গাছের ফলন এবং চাষ জমির ফলন।
advertisement
4/6
 এই ক্ষতিকারক আগাছায় থাকে পার্থেনিন, করোনোপিলিন, টেট্রানিউরিস এবং অ্যামব্রোসিন। এই রাসায়নিকগুলি অ্যালার্জিক ডার্মাটাইটিস, হাঁপানি এবং ব্রঙ্কাইটিসের মতো স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। এছাড়াও, পার্থেনিয়াম হিস্টেরোফরাস প্রাণীদের জন্য বিশেষভাবে বিষাক্ত, যা মুখে ঘা এবং যকৃতে পচন সৃষ্টি করতে পারে।
advertisement
5/6
 বিষাক্ত এই আগাছা থেকে বাঁচতে মালদহ জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান বিজ্ঞানী দূশয়ান্ত কুমার রাঘব জানান, "এই আগাছা শুধু ফসলি জমি নয় মানুষ এবং গবাদি পশুদের জন্য ব্যাপক ক্ষতিকারক। মারাত্মক বিষাক্ত এই আগাছাকে সাফ করা যেতে পারে বিভিন্ন উপায়ে।"
advertisement
6/6
 তিনি আরও জানান, "যেভাবে সাধারণ আগাছা ঘাসকে কেটে ছেঁটে ফেলা এবং নষ্ট করা হয়। ঠিক একই ভাবে বিষাক্ত ক্ষতিকারক এই পার্থেনিয়াম হিস্টেরোফরাস গাছকে নষ্ট করতে হবে। চাষিরা চাইলে গ্লাইফোসেট কেমিক্যাল স্প্রে করেও নষ্ট করা যেতে পারে। অথবা ১ লিটার জলে ২০ গ্রাম লবণ দিয়ে স্প্রে করলে সহজেই আগাছা নষ্ট করা যেতে পারে।" (ছবি ও তথ্য: জিএম মোমিন)
