Cyclone Montha Update: ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে ভিজছে উত্তরবঙ্গ! আগামী ২৪ ঘণ্টা ভারী বৃষ্টির সম্ভাবনা 'এই' জেলায়, পরিস্থিতি মোকাবিলায় সতর্ক প্রশাসন

Last Updated:
Cyclone Montha Update: ঘূর্ণিঝড় মন্থার প্রভাব পড়তে শুরু করেছে উত্তরবঙ্গে। বৃহস্পতিবার সকাল থেকেই জলপাইগুড়ি জেলাজুড়ে মেঘলা আকাশ আর মাঝেমধ্যে বৃষ্টি। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় জেলার বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
1/5
ঘূর্ণিঝড় ‘মন্থা’-র প্রভাবে বৃষ্টিতে ভিজছে জলপাইগুড়ি। মোকাবিলায় প্রস্তুত প্রশাসন। সতর্কতা জারি এখন থেকেই। ঘূর্ণিঝড় মন্থার প্রভাব পড়তে শুরু করেছে উত্তরবঙ্গে। বৃহস্পতিবার সকাল থেকেই জলপাইগুড়ি জেলাজুড়ে মেঘলা আকাশ আর মাঝেমধ্যে বৃষ্টি। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় জেলার বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি অঞ্চল, ভুটান ও সিকিমেও প্রবল বর্ষণের আশঙ্কা করা হচ্ছে, যা জলপাইগুড়ি প্রশাসনের চিন্তা বাড়িয়েছে। (ছবি ও তথ্য: সুরজিৎ দে) 
ঘূর্ণিঝড় ‘মন্থা’-র প্রভাবে বৃষ্টিতে ভিজছে জলপাইগুড়ি। মোকাবিলায় প্রস্তুত প্রশাসন। সতর্কতা জারি এখন থেকেই। ঘূর্ণিঝড় মন্থার প্রভাব পড়তে শুরু করেছে উত্তরবঙ্গে। বৃহস্পতিবার সকাল থেকেই জলপাইগুড়ি জেলাজুড়ে মেঘলা আকাশ আর মাঝেমধ্যে বৃষ্টি। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় জেলার বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি অঞ্চল, ভুটান ও সিকিমেও প্রবল বর্ষণের আশঙ্কা করা হচ্ছে, যা জলপাইগুড়ি প্রশাসনের চিন্তা বাড়িয়েছে। (ছবি ও তথ্য: সুরজিৎ দে) 
advertisement
2/5
বৃষ্টির মোকাবিলায় প্রশাসন ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে। বৈঠক করে জেলার বিভিন্ন ব্লকে সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও পুলিশ মাইকিংয়ের মাধ্যমে মানুষকে সতর্ক করছে। বিশেষত যেসব এলাকা সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেখানে নজরদারি বাড়ানো হয়েছে।
বৃষ্টির মোকাবিলায় প্রশাসন ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে। বৈঠক করে জেলার বিভিন্ন ব্লকে সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও পুলিশ মাইকিংয়ের মাধ্যমে মানুষকে সতর্ক করছে। বিশেষত যেসব এলাকা সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেখানে নজরদারি বাড়ানো হয়েছে।
advertisement
3/5
আবহাওয়া দফতরের সিকিম কেন্দ্রের অধিকর্তা গোপীনাথ রাহা বলেন, “মন্থা স্থলভাগে প্রবেশ করার পর তার শক্তি ক্ষয় হচ্ছে। এর সঙ্গে পশ্চিম দিকের বায়ুপ্রবাহ যুক্ত হওয়ায় উত্তরবঙ্গে বৃষ্টির সৃষ্টি হয়েছে। তবে এবার আগের মতো ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে না বলে মনে হচ্ছে।”
আবহাওয়া দফতরের সিকিম কেন্দ্রের অধিকর্তা গোপীনাথ রাহা বলেন, “মন্থা স্থলভাগে প্রবেশ করার পর তার শক্তি ক্ষয় হচ্ছে। এর সঙ্গে পশ্চিম দিকের বায়ুপ্রবাহ যুক্ত হওয়ায় উত্তরবঙ্গে বৃষ্টির সৃষ্টি হয়েছে। তবে এবার আগের মতো ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে না বলে মনে হচ্ছে।”
advertisement
4/5
জলপাইগুড়ি জেলা পরিষদের কর্মদক্ষ মহুয়া গোপ বলেন, “কয়েকদিন আগের বৃষ্টিতে ভুটান থেকে নেমে আসা জলে নাগরাকাটা ব্লকের বেশ কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছিল। আজ সকাল থেকেই মেঘলা আকাশ ও বৃষ্টি দেখা যাচ্ছে। তাই বিভিন্ন এলাকায় পুলিশ ও প্রশাসন সতর্কতামূলক প্রচার চালাচ্ছে।”
জলপাইগুড়ি জেলা পরিষদের কর্মদক্ষ মহুয়া গোপ বলেন, “কয়েকদিন আগের বৃষ্টিতে ভুটান থেকে নেমে আসা জলে নাগরাকাটা ব্লকের বেশ কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছিল। আজ সকাল থেকেই মেঘলা আকাশ ও বৃষ্টি দেখা যাচ্ছে। তাই বিভিন্ন এলাকায় পুলিশ ও প্রশাসন সতর্কতামূলক প্রচার চালাচ্ছে।”
advertisement
5/5
প্রশাসনের দাবি, নদী তীরবর্তী ও নিচু এলাকায় নজরদারি চলছে। প্রয়োজনে ত্রাণশিবির খোলার ব্যবস্থাও রাখা হয়েছে। আপাতত জলপাইগুড়ির মানুষ প্রার্থনা করছেন এই বৃষ্টি যেন আর বিপদ না ডেকে আনে। (ছবি ও তথ্য: সুরজিৎ দে)
প্রশাসনের দাবি, নদী তীরবর্তী ও নিচু এলাকায় নজরদারি চলছে। প্রয়োজনে ত্রাণশিবির খোলার ব্যবস্থাও রাখা হয়েছে। আপাতত জলপাইগুড়ির মানুষ প্রার্থনা করছেন এই বৃষ্টি যেন আর বিপদ না ডেকে আনে। (ছবি ও তথ্য: সুরজিৎ দে)
advertisement
advertisement
advertisement