TRENDING:

ঘূর্ণিঝড় মন্থার ঝাপটায় মেঘলা আকাশ, বৃষ্টি! এরই মাঝে 'ওদের' হানা, ভয়ে তটস্থ এলাকা

Last Updated:
মেঘলা আকাশ,কোথাও বৃষ্টি পড়ছে ধীর গতিতে। তাতে কী হয়েছে। রীতিমতো জঙ্গল থেকে দলবল নিয়ে বেরিয়ে এল তারা। তারপর...
advertisement
1/5
ঘূর্ণিঝড় মন্থার ঝাপটায় মেঘলা আকাশ, বৃষ্টি! এরই মাঝে 'ওদের' হানা, ভয়ে তটস্থ এলাকা
ঘূর্ণিঝড় মন্থার ঝাপটায় মেঘলা আকাশ, কোথাও বৃষ্টি পড়ছে ধীর গতিতে। তাতে কী হয়েছে! রীতিমতো জঙ্গল থেকে দলবল নিয়ে বেরিয়ে এল তারা। একদল বুনো হাতি দাপিয়ে বেড়াল আলিপুরদুয়ার দু'নম্বর ব্লকের মাঝের ডাবরি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায়। (ছবি ও তথ্য: অনন্যা দে)
advertisement
2/5
ধান ক্ষেতে হাতির হানা দেখলেন এলাকার বাসিন্দারা। আলিপুরদুয়ার ২ ব্লকের এই এলাকায় ধানের ফলন এবারে ভাল হয়েছে বলে জানা যায়। আলিপুরদুয়ার এক ব্লকে প্রাকৃতিক দুর্যোগের কারণে নষ্ট হয়ে যায় ধান ক্ষেত।
advertisement
3/5
খবর পেয়ে বনকর্মীরা হাতিদের পিছনে ছুটে হাতিগুলিকে জঙ্গলমুখী করেন। ডুয়ার্সের এই এলাকায় বক্সার জঙ্গল থেকে হাতি বের হওয়া শুরু হয়ে গিয়েছে ধানের মরশুম শুরু হওয়ার পর থেকেই। ‌
advertisement
4/5
এদিন সকালে ৩১ নম্বর জাতীয় সড়কের সলসলাবাড়ি মোড় সংলগ্ন এলাকায় দেখা যায় চারটি হাতিকে। পরবর্তীতে ৩১ নম্বর জাতীয় সড়কের কালকূট ব্রিজ সংলগ্ন এলাকায় সেই হাতিগুলিকে দেখা যায়। এরপরই মাঝিরডাবরি গ্ৰাম পঞ্চায়েতের দক্ষিণ শিব কাটা এলাকায় হাতিগুলি ছিল।
advertisement
5/5
এদিন এলাকাবাসীরা প্রায় কাজকর্ম সব ছেড়ে হাতির দল দেখতে ভিড় জমায়। হাতির দলটি যশোডাঙ্গা, উত্তর মহাকালগুড়ি সহ বিভিন্ন এলাকা দাপিয়ে অবশেষে ছিপড়ার জঙ্গলে প্রবেশ করে। তবে ধানের ক্ষেতে ক্ষয়ক্ষতি প্রচুর হয়েছে বলে জানা যায়। (ছবি ও তথ্য: অনন্যা দে)
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
ঘূর্ণিঝড় মন্থার ঝাপটায় মেঘলা আকাশ, বৃষ্টি! এরই মাঝে 'ওদের' হানা, ভয়ে তটস্থ এলাকা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল