TRENDING:

Wild Animal: সর্বনাশ! দুপুর বেলার বাড়িতে ওটা কী ঢুকে পড়ল! মাথায় হাত সকলের, ভয়ে ফোন ধরল বলল...

Last Updated:

Wild Animal: খবর পাঠানো হয় বন দফতরের কাছে। এরপর বন্যপ্রাণ উদ্ধারকারীরা বাড়িতে এসে জঙ্গল ক্যাটটি উদ্ধার করে নিয়ে যান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: আচমকাই এক বন্য জন্তুর বাড়িতে প্রবেশের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল কোচবিহারে। দীর্ঘ সময় ধরে ওই বাড়িতে খরগোশ পোষা হয়। তবে আচমকাই এদিন এক বন্য জন্তুর প্রবেশ ঘটে বাড়িতে। খরগোশের ঘরে শব্দ পেয়ে বাড়ির মানুষদের চোখ পড়তেই আঁতকে ওঠেন তাঁরা। সকলে দেখেন একটি জঙ্গল ক্যাট ঢুকেছে বাড়িতে। তারপর খবর পাঠানো হয় বন দফতরের কাছে। এরপর বন্যপ্রাণ উদ্ধারকারীরা বাড়িতে এসে জঙ্গল ক্যাটটি উদ্ধার করে নিয়ে যান।
ফাইল ছবি
ফাইল ছবি
advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুর নাগাদ একটি জঙ্গল ক্যাট ওই বাড়িতে প্রবেশ করে। মূলত খরগোশের লোভেই বন্য জন্তুটি প্রবেশ করেছিল ওই বাড়িতে। যদিও বাড়ির লোকেরা সাহস করে জঙ্গল ক্যাটটিকে ঘরের ভেতর আটকে রাখেন। তারপর খবর দেওয়া হয় বন দফতরের কাছে। এরপর উদ্ধারকারীদের একটি দল এসে জঙ্গল ক্যাটটিকে উদ্ধার করেন। তবে এলাকায় প্রায়শই ওই জন্তুটি দেখতে পাওয়া যাচ্ছিল বলে খবর।

advertisement

আরও পড়ুন: বাংলাদেশকে আর এক ইঞ্চি ছাড় নয়! পশ্চিমবঙ্গ সীমান্তে যা করল বিএসএফ, শুনে বলে উঠবেন, ‘বেশ হয়েছে’!

উদ্ধারকারী অর্ধেন্দু বণিক জানান, এটি একটি অপ্রাপ্তবয়স্ক জঙ্গল ক্যাট। এটি মূলত জঙ্গল এলাকায় থাকে। তবে হয়ত খাবারের লোভেই এটি লোকালয়ে চলে এসেছে। উদ্ধারের পর জঙ্গল ক্যাটটিকে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। জঙ্গল ক্যাটটির প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হবে। যদি সেটি সম্পূর্ণ সুস্থ থাকে, তবে আবার তাকে লোকালয়ের থেকে দূরে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

advertisement

View More

প্রাথমিক ভাবে এই বন্য প্রাণীটিকে দেখে বেড়ালের মতো মনে হলেও এর কিছু আলাদা বৈশিষ্ট্য রয়েছে। এগুলি সাধারণ বেড়ালের চাইতে কিছুটা বেশি আক্রমণাত্মক হয়ে থাকে। এছাড়া এদের কান একটু লম্বাটে হয় এবং কানের ওপরের দিকে হালকা লোম দেখতে পাওয়া যায়। তবে এই বন্য প্রাণীগুলো মূলত খাবারের খোঁজেই লোকালয়ে চলে আসে।

সেরা ভিডিও

আরও দেখুন
বয়স মাত্র ৯! চোখে দৃষ্টি শক্তি নেই, ছোট্ট মৈত্রী'র জীবন আলো করে রয়েছে গান!
আরও দেখুন

—Sarthak Pandit

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Wild Animal: সর্বনাশ! দুপুর বেলার বাড়িতে ওটা কী ঢুকে পড়ল! মাথায় হাত সকলের, ভয়ে ফোন ধরল বলল...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল