স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুর নাগাদ একটি জঙ্গল ক্যাট ওই বাড়িতে প্রবেশ করে। মূলত খরগোশের লোভেই বন্য জন্তুটি প্রবেশ করেছিল ওই বাড়িতে। যদিও বাড়ির লোকেরা সাহস করে জঙ্গল ক্যাটটিকে ঘরের ভেতর আটকে রাখেন। তারপর খবর দেওয়া হয় বন দফতরের কাছে। এরপর উদ্ধারকারীদের একটি দল এসে জঙ্গল ক্যাটটিকে উদ্ধার করেন। তবে এলাকায় প্রায়শই ওই জন্তুটি দেখতে পাওয়া যাচ্ছিল বলে খবর।
advertisement
আরও পড়ুন: বাংলাদেশকে আর এক ইঞ্চি ছাড় নয়! পশ্চিমবঙ্গ সীমান্তে যা করল বিএসএফ, শুনে বলে উঠবেন, ‘বেশ হয়েছে’!
উদ্ধারকারী অর্ধেন্দু বণিক জানান, এটি একটি অপ্রাপ্তবয়স্ক জঙ্গল ক্যাট। এটি মূলত জঙ্গল এলাকায় থাকে। তবে হয়ত খাবারের লোভেই এটি লোকালয়ে চলে এসেছে। উদ্ধারের পর জঙ্গল ক্যাটটিকে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। জঙ্গল ক্যাটটির প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হবে। যদি সেটি সম্পূর্ণ সুস্থ থাকে, তবে আবার তাকে লোকালয়ের থেকে দূরে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
প্রাথমিক ভাবে এই বন্য প্রাণীটিকে দেখে বেড়ালের মতো মনে হলেও এর কিছু আলাদা বৈশিষ্ট্য রয়েছে। এগুলি সাধারণ বেড়ালের চাইতে কিছুটা বেশি আক্রমণাত্মক হয়ে থাকে। এছাড়া এদের কান একটু লম্বাটে হয় এবং কানের ওপরের দিকে হালকা লোম দেখতে পাওয়া যায়। তবে এই বন্য প্রাণীগুলো মূলত খাবারের খোঁজেই লোকালয়ে চলে আসে।
—Sarthak Pandit






