India Bangladesh Border: বাংলাদেশকে আর এক ইঞ্চি ছাড় নয়! পশ্চিমবঙ্গ সীমান্তে যা করল বিএসএফ, শুনে বলে উঠবেন, 'বেশ হয়েছে'!
- Published by:Suman Biswas
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
India Bangladesh Border: এমনই চিত্র ধরা পড়ছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ সীমান্তবর্তী এলাকায়।
উত্তর ২৪ পরগনা : বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের সীমান্তে বাড়ানো হল নিরাপত্তা, কাঁটা তারের বেড়া মজবুত করতে দেওয়া হচ্ছে নতুন করে কাঁটা তার। খুশি সীমান্তবাসী মানুষরা। সাম্প্রতিক কালে বাংলাদেশে অশান্তির জেরে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা আরও নিরাপত্তা বাড়িয়েছে। এমনই চিত্র ধরা পড়ছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ সীমান্তবর্তী এলাকায়।
ইছামতি নদীর পাড়ে সীমন্তরক্ষী বাহিনীর টহলের আগে থেকে অনেকটাই বাড়ানো হয়েছে। নজর দিচ্ছে কাঁটাতারের এ পার থেকে ওপারে। উল্লেখ্য, গত বছর বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর ভারত-বাংলাদেশ সম্পর্ক ক্রমশ খারাপ হতে শুরু করেছে। যার প্রভাব পড়ে দুই দেশের অভ্যন্তরীণ বাণিজ্য থেকে শুরু করে যাওয়া আসাতেও।
এরপরই বাংলাদেশ থেকে যাতে কোনও ক্রমে অনুপ্রবেশকারীরা ঢুকতে না পারে, তার জন্য কড়া পাহারায় রয়েছে সীমান্তরক্ষী বাহিনী। অন্যদিকে সীমান্তে যে সব কাঁটাতার লাগানো আছে, সেইসব কাঁটাতার পেরিয়ে যাতে ভারতের ভূখণ্ডে প্রবেশ করতে না পারে, তার জন্য ইছামতি নদীর পাড় বরাবর রয়েছে কাঁটাতারে বেড়া।
advertisement
advertisement
সেই কাঁটা তারের বেড়া আরও মজবুত করতে সেই বেড়ার উপরে আবার নতুন করে লাগানো হচ্ছে কাঁটাতার। ইতিমধ্যে নতুন করে প্রায় কয়েক কিলোমিটার কাঁটা তারের বেড়া দেওয়া হয়েছে। এর ফলে সীমান্তবর্তী গ্রামবাসীরা যথেষ্ট নিরাপত্তায় রয়েছে বলে জানালেন তারা।
—- জুলফিকার মোল্লা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 13, 2025 5:10 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
India Bangladesh Border: বাংলাদেশকে আর এক ইঞ্চি ছাড় নয়! পশ্চিমবঙ্গ সীমান্তে যা করল বিএসএফ, শুনে বলে উঠবেন, 'বেশ হয়েছে'!
