খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রামসাই রেঞ্জের বনদফতরের মোবাইল স্কোয়াড। তাঁদের সঙ্গে ছিল পরিবেশপ্রেমী সংগঠন পি.পি.এস. (PPS)-এর সদস্যরাও। যৌথ উদ্যোগে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে সাপটিকে নিরাপদে উদ্ধার করা হয়। উদ্ধারকারী দলের এক সদস্য বলেন, “এত বড় কিং কোবরা খুব কমই দেখা যায়। তবে ও শান্ত ছিল, সময় নিয়ে ধরা হয়েছে যাতে কোনও ক্ষতি না হয়।”
advertisement
আরও পড়ুন – Planet Found: সৌরমণ্ডলে খোঁজ পাওয়া গেল প্লুটোর ভাইয়ের, নয়া গ্রহ ২৫,০০০ বছরে একবার ঘোরে সূর্যকে
স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ প্রথমে ভীত হলেও পরে উদ্ধারপর্ব ঘিরে কৌতূহল তৈরি হয়। এক প্রত্যক্ষদর্শী জানান, “এত বড় সাপ আগে কখনও দেখিনি। বনদফতরের লোকজন খুব সাহসের সঙ্গে কাজ করেছেন।”
উদ্ধারের পর সাপটিকে বনদফতরের নিয়ম মেনে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। বনকর্মীরা জানান, কিং কোবরা প্রকৃতির ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তাদের নিরাপদে মুক্ত করে দেওয়াই সর্বোত্তম পদক্ষেপ।
Surajit Dey





