ঘটনার সময় তিনি ডিউটি করছিলেন বলে জানা গিয়েছে। হঠাৎ করেই বন্দুকের গুলি ছোড়ার আওয়াজ শুনে তাঁর সহকর্মীরা ছুটে এসে দেখেন মাটিতে লুটিয়ে পড়েছে ওই সেনা জওয়ানের দেহ। সঙ্গে সঙ্গে বায়ুসেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে, এরপর সেখানেই তাঁর মৃত্যু হয়।
advertisement
জানা গিয়েছে,নিজের সার্ভিস বন্দুক দিয়ে বুকে গুলি লাগে তাঁর। আলিপুরদুয়ার জেলা হাসপাতালে তাঁর দেহের ময়নাতদন্ত হয়েছে। জানা গিয়েছে, ওই জওয়ান আত্মহত্যা করেছেন। তবে কেন তিনি এই সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে তদন্ত চলছে। সেনা জওয়ানের পরিবারের সদস্যদের ডাকা হয়েছে। এই ঘটনার পর থেকে বায়ুসেনা ছাউনির আশেপাশের এলাকাতেও থমথমে পরিবেশ দেখা গিয়েছে।
advertisement
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 10, 2025 7:24 PM IST