দামি সাইকেল নেই, জেদ আর স্বপ্নই ভরসা! জাতীয় স্তরে সোনা জিতে বাজিমাত কালচিনির যুবকের
- Reported by:Annanya Dey
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Bicycle Race : জাতীয় স্তরের এক সাইকেল দৌড় প্রতিযোগিতায় সোনার পদক পেয়ে চা বাগান এলাকা কালচিনি ব্লকের নাম উজ্জ্বল করেছেন গোকুল রাই। সাইকেল তাঁর জীবনের অঙ্গ।
কালচিনি, অনন্যা দে: জাতীয় স্তরের এক সাইকেল দৌড় প্রতিযোগিতায় সোনার পদক পেয়ে চা বাগান এলাকা কালচিনি ব্লকের নাম উজ্জ্বল করেছেন গোকুল রাই নামের এক যুবক। সাইকেল তাঁর জীবনের অঙ্গ। যেখানে সাইকেল প্রতিযোগিতার কথা তিনি জানতে পারেন, সেখানেই ছুটে যান তিনি।
গোকুল রাই কালচিনি ব্লকের পূর্ব সাতালি এলাকার বাসিন্দা। তাঁর বাবা এলাকার এক কৃষক। দামি সাইকেল কেনার সামর্থ নেই তাঁর। যে সাইকেল রয়েছে, তা মেরামত করিয়ে সাইকেল চালান তিনি। প্রতিযোগিতা ছাড়া বাড়িতে থাকলেও তিনি সাইকেল নিয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান। জাতীয় স্তরের যে সাইকেল প্রতিযোগিতা গোকুলকে সোনার পদক এনে দিয়েছে, সেই প্রতিযোগিতায় তিনি সাইকেল চালিয়েছেন ৪০ হাজার ৭৫ কিলোমিটার।
advertisement
advertisement
এই জাতীয় স্তরের প্রতিযোগিতা আয়োজিত হয় ওড়িশায়। এর আগেও গোকুলের সাইকেল চালানোর প্রতিভা তাঁকে এনে দিয়েছে নানান সম্মান।পশ্চিমবঙ্গের তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড় তাঁকে সম্মানিত করেছিলেন। গোকুল জানিয়েছেন, দশম শ্রেণী থেকে তিনি সাইকেল চালাতে ভালবাসেন। সাইকেল চালিয়ে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন স্থান ঘুরে বেরতেন তিনি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এরপর সোশ্যাল মিডিয়াতে সাইকেল প্রতিযোগিতার কথা জেনে, যেখানেই প্রতিযোগিতা হয়েছে, সেখানেই ছুটে যেতে শুরু করেন তিনি। গোকুলের এই প্রতিভা দেখে অবাক হয়ে যান তাঁর এলাকার মানুষে। গোকুল রাই জানিয়েছেন, “সাইকেলিং শরীর চর্চার একটি অঙ্গ। অন্যান্য যানবাহনের চাইতে সাইকেল দূষণমুক্ত। প্রকৃতি সুস্থ থাকে। যুব সমাজ সাইকেলের প্রতি আকৃষ্ট হোক, আমিও চাই। সাইকেল চালাতে টাকা খরচ তো হয়না।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Sep 10, 2025 6:22 PM IST





