Indian Railways: মাঝরাতে স্টেশনে জোর করে সঙ্গম তরুণীর সঙ্গে! অভিযোগ জানাতে ওই অবস্থাতেই ছুটতে হল ৩০০ কিমি দূরে

Last Updated:

Crime Against Woman: স্টেশনের টয়লেটের কাছে একা পেয়ে ধর্ষণ করা হল ২৫ বছর বয়সী এক তরুণীকে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সিংরাউলি রেলওয়ে স্টেশনে। এই ঘটনায় অভিযুক্ত দেবলাল সাকেতকে গ্রেফতার করা হয়েছে।

স্টেশনে ভয়ঙ্কর ঘটনা
স্টেশনে ভয়ঙ্কর ঘটনা
স্টেশনের টয়লেটের কাছে একা পেয়ে ধর্ষণ করা হল ২৫ বছর বয়সী এক তরুণীকে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সিংরাউলি রেলওয়ে স্টেশনে। এই ঘটনায় অভিযুক্ত দেবলাল সাকেতকে গ্রেফতার করা হয়েছে।
কিন্তু এই ঘটনায় পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠেছে। কারণ নির্যাতিতার দাবি ধর্ষণের পরে তিনি স্থানীয় জিআরপিতে অভিযোগ জানাতে গিয়েও ফিরে আসেন, কারণ সেখামে কোনও মহিলা পুলিশকর্মী ছিলেন না। সেই অবস্থাতেই নির্যাতিতাকে ৩০০ কিমি দূরে কাটনি যেতে বাধ্য হন এফআইআর দায়ের করতে।
advertisement
advertisement
কাটনিতেও কোনও মহিলা কর্মকর্তা উপস্থিত না থাকায়, জিআরপি জবলপুর স্টেশন ইন-চার্জ সঞ্জীবনী রাজপুত রবিবার সকালে কাটনি পৌঁছন তার বিবৃতি রেকর্ড করতে এবং মামলা নথিভুক্ত করতে। পুলিশ জানিয়েছে, ওই তরুণী এবং তার স্বামী যারা উত্তর প্রদেশের সোনভদ্রা জেলায় কাজ করেন, সপ্তাহান্তে তারা নিজেদের গ্রাম সিধিতে ফিরে আসেন। সেই জন্যই ৬ সেপ্টেম্বর মধ্যরাতে দিকে সিংরাউলি পৌঁছেছিলেন সংযোগকারী ট্রেন ধরতে।
advertisement
যখন স্বামী কিছুক্ষণের জন্য অন্য জায়গায় গিয়েছিলেন, তখন অভিযুক্ত মহিলাকে শৌচালয়ের কাছে নিয়ে গিয়ে ধর্ষণ করে এবং হুমকি দেয়। পুলিশ ঘটনার তদন্ত করছে।
বাংলা খবর/ খবর/দেশ/
Indian Railways: মাঝরাতে স্টেশনে জোর করে সঙ্গম তরুণীর সঙ্গে! অভিযোগ জানাতে ওই অবস্থাতেই ছুটতে হল ৩০০ কিমি দূরে
Next Article
advertisement
ঘি-কে ইংরেজিতে কী বলা হয় জানেন? চট করে অনেকের মাথাতেই আসবে না...
ঘি-কে ইংরেজিতে কী বলা হয় জানেন? চট করে অনেকের মাথাতেই আসবে না...
  • ঘি-কে ইংরেজিতে কী বলা হয় জানেন?

  • চট করে অনেকের মাথাতেই আসবে না.

  • দেখে নিন সঠিক উত্তরটা

VIEW MORE
advertisement
advertisement