এ দিন জলপাইগুড়ি শহরের এবিপিসি মাঠে সরকারি সভা সেরে উত্তরকন্যায় ফিরছিলেন মুখ্যমন্ত্রী৷ জাতীয় সড়কের ধারে গোলাপ হাতে মুখ্যমন্ত্রীর জন্য অপেক্ষা করছিল একটি প্রাইমারি স্কুলের খুদে পড়ুয়ারা৷ তাদেরকে দেখেই গাড়ি থামিয়ে নেমে আসেন মুখ্যমন্ত্রী৷
জলপাইগুড়ি শিলিগুড়ি জাতীয় সড়কের পাশেই বামনপাড়া পিএফপি স্কুল৷ এই পথ দিয়ে মুখ্যমন্ত্রী আসবেন যাবেন শুনে মুখ্যমন্ত্রীকে দেখবে বলে বায়না ধরে পড়ুয়ারা। ওই পড়ুয়াদের মধ্যেই এক ছাত্রের আবার জন্মদিন ছিল।
advertisement
ওয়েলকাম গান গেয়ে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানায় পড়ুয়ারা। মুখ্যমন্ত্রীকে গোলাপ ফুল দেয় পড়ুয়ারা। প্রত্যেকের হাত থেকে ফুল নিলেও পরে অবশ্য পড়ুয়াদেরই সেই ফুল ফিরিয়ে দেন মুখ্যমন্ত্রী৷ যে ছাত্রের জন্মদিন ছিল তাকে আশীর্বাদও করেন তিনি৷ পাশাপাশি স্কুল পড়ুয়াদের চকলেট, স্কুল ব্যাগ উপহার দেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে শিক্ষিকা এবং পড়ুয়ারা স্কুলের পাঁচিল তৈরি করে দেওয়ার অনুরোধ জানান৷ সেই আবদারও রাখেন মুখ্যমন্ত্রী৷ স্কুলে পাঁচিল তৈরি করে দেওয়ার জন্য জেলাশাসককে নির্দেশ দিয়ে যান তিনি৷