TRENDING:

Business Idea: ব্যবসার নতুন পথ দেখালেন বাঁকুড়ার যুবক! বাড়িতেই বানিয়েছেন 'স্মৃতি বন্দির কারখানা', রোজগার মন্দ নয়

Last Updated:

বাঁকুড়ার যুবক এক টুকরো স্মৃতিকে বন্দি করে নিজেকে করেছে স্বনির্ভর। তার সঙ্গে অপরকেও করছেন স্বনির্ভর। কী করছেন জানুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ছাতনা, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: বাঁকুড়ার যুবক এক টুকরো স্মৃতিকে বন্দি করে নিজেকে করেছে স্বনির্ভর। তার সঙ্গে অপরকেও করছেন স্বনির্ভর। বছর কয়েক আগে পর্যন্ত যে কাজটা করতে দুর্গাপুর যেতে হত সেই কাজ হচ্ছে বাঁকুড়ার প্রত্যন্ত ছাতনায়। ছাতনা বাজারেই একেবারে রয়েছে এই স্মৃতি বন্দির কারখানা। কী ভাবছেন আপনার ঘরে একটি সুন্দর অ্যাসথেটিক ফটো ফ্রেম লাগাবেন? কিন্তু সেই গতানুগতিক ফটো ফ্রেম আর ভাল লাগছে না! এই সমস্যার সমাধানই করেছেন বাঁকুড়ার ছাতনার যুবক সুশান্ত দে। মাত্র ৫০ টাকাতেই তৈরি করে দিচ্ছেন ফটো ফ্রেম। আর সেটা মাত্র ১০ সেকেন্ডে!
advertisement

এছাড়াও তিনি বানিয়েছেন একটি ম্যাজিক ফটো ফ্রেম। খুব সুন্দর, হাতের মুঠোয় ফিট হয়ে যাবে। তবে যতবার উপর থেকে ফেলুন না কেন ভাঙবে না, এমনটাই দাবি করছেন নির্মাতা সুশান্ত। সুশান্ত এও বলেন যে, “সকলের একটি ধারণা রয়েছে যে বাঁকুড়া এবং দুর্গাপুরে যে ফটো ফ্রেম ১০০ টাকায় পাওয়া যাবে সেই ফটো ফ্রেম আমার কাছে ১৫০ কিংবা ২০০ টাকা দিতে হবে। এই মিথটা আমি ভেঙেছি।”

advertisement

আরও পড়ুন: রাতের ঘুম উড়তে চলেছে অসাধুদের! শিলিগুড়ি পুলিশের বড় পরিকল্পনা, জানলে বাহবা জানাবেন আপনিও

View More

বাঁকুড়ার সুশান্ত জানিয়েছেন, ছোট থেকেই ফটো ফ্রেমের প্রতি তার একটি টান ছিল। মানুষের স্মৃতি আগলে রাখা যায় খুব যত্নে। স্মৃতি আগলে রাখার কাজটাই করছেন তিনি। শুধু যে নিজের জন্য কাজ করছেন এমনটাই নয়। সুশান্তর কাছে তৈরি ফটো ফ্রেম কিনে নিয়ে যাচ্ছেন বহু মানুষ এবং ব্যবসা করছেন। অর্থাৎ নিজে স্বনির্ভর হওয়ার পাশাপাশি অন্যান্য মানুষকেও স্বনির্ভর করতে সক্ষম হচ্ছেন সুশান্ত। মাত্র ৫০ টাকা মূল্যের ফটো ফ্রেম পাওয়া যায় তার কাছে, এছাড়াও রয়েছে বিভিন্ন নামিদামি ফটো ফ্রেম যার দাম পৌঁছে যেতে পারে হাজার টাকা পর্যন্ত।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

তাহলে আর কী? গ্রামে বসবাস করার পরও নিজের প্রতিকূলতাকে জয় করে মাথা খাটিয়ে একটি সুন্দর ব্যবসা করছেন সুশান্ত। সবচেয়ে বড় বিষয় নিজে সফলতার লক্ষ্যে এগিয়ে যাওয়ার পাশাপাশি খুঁজে পেয়েছেন মানসিক শান্তি। এছাড়াও অন্যান্য মানুষকেও স্বনির্ভর হওয়ার জন্য অনুপ্রেরণা দিচ্ছেন তিনি।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business Idea: ব্যবসার নতুন পথ দেখালেন বাঁকুড়ার যুবক! বাড়িতেই বানিয়েছেন 'স্মৃতি বন্দির কারখানা', রোজগার মন্দ নয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল