Durga Puja 2025: নতুন প্রজন্মের হাতেই রূপ পাচ্ছেন মৃন্ময়ী, আশার আলো প্রবীণ মৃৎশিল্পীদের চোখে

Last Updated:

Durga Puja 2025: নজির গড়ছে দুই ভাই। বাবার বায়নার চাপ সামলাতে এগিয়ে এসেছে আইনি কলেজের ছাত্র বড় ভাই আর ষষ্ঠ শ্রেণির ছোট ভাই। তাদের হাতেই তৈরি হচ্ছে বিরাট দুর্গা প্রতিমা।

+
ঠাকুর

ঠাকুর তৈরি প্রস্তুতি

জলপাইগুড়ি, সুরজিৎ দে: তরুণ প্রজন্মের পড়ুয়া দুই ভাইয়ের হাতেই সাজছে মা উমা! পুজোর আগে জলপাইগুড়ির ৪ নম্বর ঘুমটি এলাকায় দেখা গেল এক অন্যরকম ছবি। মৃৎশিল্পী বাবার হাতে তখন প্রচুর বায়না, একা সামলানো দায়। আর সেই সময় এগিয়ে এল তাঁর দুই ছেলে। বড় ছেলে আইনি কলেজের প্রথম বর্ষের ছাত্র, আর ছোটটি ষষ্ঠ শ্রেণির পড়ুয়া।অবিশ্বাস্য হলেও সত্যি, ছোট্ট ছেলেটির হাতে অনায়াসে ফুটে উঠছে উমার মুখ। বাবার পাশে বসে ছোটবেলা থেকেই মাটির গন্ধে বড় হয়ে ওঠায় তৈরি হয়েছে দক্ষতা। বড় ভাই পড়াশোনার ফাঁকেই হাত লাগাচ্ছে প্রতিমার গড়ার কাজে।
দু’জনের মিলিত উদ্যোগে একেবারে বিরাট প্রতিমা তৈরি হচ্ছে এই পাড়ার প্যান্ডেলের জন্য। দুর্গাপুজোর দিন গুনছেন আপামর বাঙালি। তবে প্রতিমাশিল্পীর বাড়ির এই দৃশ্য এখন রীতিমতো আকর্ষণের কেন্দ্র। কচি শিল্পীর হাতে দেবী দুর্গা ধীরে ধীরে প্রাণ পাচ্ছেন। অনেকেই থমকে দাঁড়িয়ে দেখছেন, অবাক হচ্ছেন—এত অল্প বয়সে এমন নিপুণ হাত!
আরও পড়ুন : ৩৫০ বছর ধরে বেলেড়া গ্রামের ভট্টাচার্য পরিবারে বছরভর মহা সমারোহে পূজিত হন সিংহবাহিনী
উৎসবের আনন্দের মধ্যেই এই ছবিই যেন নতুন আশার আলো দেখাচ্ছে শিল্পের উত্তরাধিকার অটুট থাকছে নতুন প্রজন্মের হাতে! এই ঠাকুর তৈরি নিয়ে নতুন প্রজন্মের মৃৎশিল্পী ধ্রুবজ্যোতি পাল জানান যে ছোটবেলা থেকে বাবার দক্ষতা তাঁদের চোখে ভেসে ওঠে। তাঁর কথায়, ‘‘ আস্তে আস্তে বাবার হাত ধরে শেখা এই মাটির কাজ পড়াশোনার ফাঁকে যেটুকু সময় পাই তা দিয়ে তৈরি করে ফেলি বিভিন্ন ধরনের প্রতিমা। তাতে বাবার একটু সহযোগিতা হয় এবং আমাদেরও এই শিল্পের প্রতি ভালবাসা থেকে যায়।’’
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Durga Puja 2025: নতুন প্রজন্মের হাতেই রূপ পাচ্ছেন মৃন্ময়ী, আশার আলো প্রবীণ মৃৎশিল্পীদের চোখে
Next Article
advertisement
SSC: পুরনো স্কুলের চাকরি ফিরে পাবেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা! কীভাবে? বড় সিদ্ধান্ত এসএসসি-র
পুরনো স্কুলের চাকরি ফিরে পাবেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা! কীভাবে? বড় সিদ্ধান্ত এসএসসি-র
  • পুরনো স্কুল শিক্ষকতায় ফিরতে চলেছেন ‘যোগ্য’ চাকরিহারাদের একাংশ। আগামী ১ নভেম্বর থেকে তাঁদের নবম ও দশম শ্রেণির শিক্ষকতায় ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন।

VIEW MORE
advertisement
advertisement