উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান, “উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে। মোট ৩০টি রুটে বাস চালানো হচ্ছে। যেগুলি রুটে আগে বাস চালানো হত না, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের পক্ষ থেকে সেই রুটগুলিতেই এই বাসগুলি চালানো হবে। এছাড়া সাধারণ রুটেও থাকবে বাস পরিষেবা। তবে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে বাসের সংখ্যা কিছুটা বাড়ানো হয়েছে। যাতে পরীক্ষার্থীরা সহজেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে। সরকারি ভাড়া অনুযায়ী ভাড়া নেওয়া হবে এই বাসগুলিতে। এই সুবিধা পাবেন সকল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী।”
advertisement
আরও পড়ুন: অবহেলায় পড়ে রয়েছে রাজ আমলের এই বাড়ি! ইতিহাস জানলে অবাক হবেন! ছোট্ট ছুটিতে বেড়িয়ে আসুন
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তিনি আরও জানান, “যেই রুটগুলিতেই পরিষেবা চালানো হবে তার মধ্যে রয়েছে, কন্ট্রোলেরহাট থেকে সাহেবগঞ্জ ভায়া চৌধুরীহাট। এছাড়া শালমারা থেকে দিনহাটা ভায়া নাজিরহাট, বাসন্তীর হাট এবং ব্যাক। এই ধরনের রুটে বাস চলাচল করলে পরীক্ষার্থীদের অনেকটা সুবিধা হবে। এই পরিষেবা গোটা উত্তরবঙ্গের বিভিন্ন রুটে চালানো হবে।” কোচবিহারের এক ছাত্রীর অভিভাবক রতন সরকার জানান, “যে সমস্ত উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা দূর-দূরান্ত থেকে পরীক্ষা দিতে আসে। তাঁদের জন্য এই পরিষেবা অনেকটাই উপকারী বলে প্রমাণিত হবে। এই পরিষেবার ফলে যেমন সময় কম লাগবে, তেমনই পথ দুর্ঘটনার আশঙ্কাও অনেকটাই কমে যাবে। তাই এনবিএসটিসি-এর এই উদ্যোগ অনেকটাই প্রশংসনীয়।”
পরীক্ষার শুরুর দিন থেকেই যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মত। বহু ছাত্র-ছাত্রীদের দেখা গেল বাসে করে পরীক্ষা কেন্দ্র যাওয়ার জন্য। এই পরিষেবার ফলে পরীক্ষা কেন্দ্রে যাওয়া এবং আসা অনেকটাই সহজ হচ্ছে পরীক্ষার্থীদের। এই পরিষেবা পেয়ে পরীক্ষার্থীদের অভিভাবকেরাও অনেকটাই খুশি।
Sarthak Pandit





