Sabitri Lodge-Cooch Behar: অবহেলায় পড়ে রয়েছে রাজ আমলের এই বাড়ি! ইতিহাস জানলে অবাক হবেন! ছোট্ট ছুটিতে বেড়িয়ে আসুন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Sabitri Lodge-Cooch Behar:রাজ আমলের এই অন্যতম বাড়িটি জেলার রাজ আমলের বহু ইতিহাসের সাক্ষী। মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ভুপ বাহাদুরের রাজত্বকালে এই বাড়িটি নির্মাণ করা হয়।
কোচবিহার: জেলা কোচবিহারের প্রাণকেন্দ্র সাগরদিঘি থেকে ঢিল ছোড়া দূরত্বে রয়েছে এই প্রাচীন বাড়িটি। রাজ আমলের এই অন্যতম বাড়িটি জেলার রাজ আমলের বহু ইতিহাসের সাক্ষী। মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ভুপ বাহাদুরের রাজত্বকালে এই বাড়িটি নির্মাণ করা হয়। এখানে থাকতেন কুমার গজেন্দ্র নারায়ণ ও তাঁর স্ত্রী সাবিত্রী দেবী। যিনি ছিলেন ব্রাহ্ম সমাজ আন্দোলনে বিশিষ্ট ব্যক্তিত্ব কেশব চন্দ্র সেনের ছোট কন্যা। অপরদিকে কুমার গজেন্দ্র নারায়ণ ছিলেন মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের জ্ঞাতি ভাই। তাই এই বাড়িটি রাজ পরিবারের সঙ্গে সম্পর্ক ছিল।
কোচবিহারের এক ইতিহাস অনুসন্ধানী সুবীর সরকার জানান, “দীর্ঘ সময় আগে তৈরি এই বাড়িটির জেলার ইতিহাস গুরুত্ব রয়েছে বেশ অনেকটা। জেলার ইতিহাসের একাধিক অধ্যায়ের সঙ্গে এই বাড়িটির যোগ রয়েছে। এই বাড়িটিতে স্থানীয় শিশুদের নীতিশিক্ষা বিদ্যালয়, মহিলাদের স্বাবলম্বী করার লক্ষ্যে কারিগরি বিদ্যালয়, আর্য নারী সমাজ এবং সুরাপান নিবারনী সভা এখানেই স্থাপিত হয়েছিল। তবে বর্তমান সময়ে এই বাড়িটির একেবারেই ভগ্নপ্রায় দশা হয়ে রয়েছে। দীর্ঘ সময়ের রাজ আমলের ইতিহাসের নিদর্শন ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে শুধুই অবহেলার কারণে। দ্রুত এই বাড়িটির সংস্কার প্রয়োজন রয়েছে।”
advertisement
advertisement
জেলার আর এক ইতিহাস অনুসন্ধানী দেবব্রত চাকী জানান, “রাজ আমলের এই বাড়িতে একটা সময় দেশবন্ধু চিত্তরঞ্জন এসেছিলেন। একটি পারিবারিক মামলার কাজে তিনি এখানে এসেছিলেন। এছাড়াও আরও বহু ইতিহাস জড়িয়ে রয়েছে এই বাড়িটির সঙ্গে। তবে বাড়িটির দ্রুত সংস্কার করা প্রয়োজন রয়েছে। জেলার হেরিটেজ রক্ষা কমিটি ইতিমধ্যেই তৎপর হয়ে উঠেছে বাড়িটি নিয়ে। একাধিক পরিকল্পনা রয়েছে বাড়িটিকে কেন্দ্র করে। এখানে একটি মিউজিয়াম ও বানানোর পরিকল্পনা রয়েছে হেরিটেজ কমিটির। আগামী কিছুটা সময়ের মধ্যেই হয়ত এই সমস্ত পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। তবে কাজটি যত দ্রুত করা হবে ততই ভাল।”
advertisement
বর্তমান সময়ে এই বাড়িটি দেখলে কেউ ভুতুড়ে বাড়ি থেকে কম বলে মনে করবেন না। তবে একটা সময়ের বহু ইতিহাসের সাক্ষী এই বাড়িটির গুরুত্ব জেলার বুকে রয়েছে অনেকটাই। তাই জেলা প্রশাসনের এবং কোচবিহার হেরিটেজ রক্ষা কমিটির দ্রুত এই বাড়িটি নিয়ে সংস্কারের চিন্তাভাবনা করা উচিত। নাহলে অচিরেই জেলার আরেকটি গুরুত্বপূর্ণ ইতিহাস নষ্ট হয়ে যাবে।
advertisement
Sarthak Pandit
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 01, 2025 5:20 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Sabitri Lodge-Cooch Behar: অবহেলায় পড়ে রয়েছে রাজ আমলের এই বাড়ি! ইতিহাস জানলে অবাক হবেন! ছোট্ট ছুটিতে বেড়িয়ে আসুন