গত বছর হাতির হানায় এক মাধ্যমিক পরীক্ষার মৃত্যু ঘিরে শোরগোল পরে গোটা রাজ্যজুড়ে, এরপরেই নড়েচড়ে বসে প্রশাসন। গত বছরের পর চলতি বছরেও নয়া নির্দেশিকায় বন দফতরকে তৎপর থাকার নির্দেশ। কার্শিয়াং ফরেস্ট ডিভিশনের অন্তর্গত বাগডোগরা রেঞ্জের বিভিন্ন জঙ্গল লাগোয়া এলাকা বিশেষ করে সেন্ট্রাল বস্তি, ত্রিহানা চা বাগান, এম এম তরাই , টিপু খোলা, তারা বাড়ি সহ বিভিন্ন গ্রাম থেকে প্রচুর ছেলেমেয়ে পরীক্ষা দিতে যায়, সেই অর্থে জঙ্গল লাগোয়া রাস্তায় যাতে কোন দুর্ঘটনা না ঘটে, তার জন্য রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে রয়েছে বন বিভাগের আধিকারিকেরা। পাশাপাশি হুটার বাজিয়ে বাস বা ছোট গাড়িতে করে ছাত্রছাত্রীদের পৌঁছে দেওয়া হচ্ছে পরীক্ষা কেন্দ্রে।
advertisement
আরও পড়ুন: উত্তরবঙ্গ মেডিক্যালে বুলডোজার নিয়ে আচমকা হাজির পুলিশ! ফিনিশ করে দেওয়া হল অসাধু ব্যবসায়ীদের
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই বিষয়ে বাগডোগরার রেঞ্জার সোনাম ভুটিয়া জানান, “বাগডোগরা বিভিন্ন জঙ্গলে বর্তমানে হাতির আনাগোনা রয়েছে। সেই অর্থেই ছাত্র-ছাত্রীদের নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে এই ব্যবস্থা। এর পাশাপাশি বিভিন্ন সেনসিটিভ জায়গাগুলিতে এলিফ্যান্ট স্কোয়াড এবং বাগডোগরা রেঞ্জের মোট পাঁচটি কিউআরটি টিম মোতায়েন করা আছে। এর পাশাপাশি জারি রয়েছে হেল্পলাইন নম্বর। কোন রকমের দুর্ঘটনা এড়াতে আগে থেকেই সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে।”
রাজকীয় হালে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থীরা। রাজ্য সরকারের নির্দেশের পর সংরক্ষিত বনাঞ্চল এবং গভীর জঙ্গল লাগোয়া এলাকাগুলি থেকে ছাত্র-ছাত্রীদের নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে মোতায়েন করা হয়েছে কুইক রেসপন্স টিম পাশাপাশি রয়েছে গাড়ির ব্যবস্থা। সব মিলিয়ে রাজকীয় আয়োজন।
সুজয় ঘোষ