Siliguri News: উত্তরবঙ্গ মেডিক্যালে বুলডোজার নিয়ে আচমকা হাজির পুলিশ! ফিনিশ করে দেওয়া হল অসাধু ব্যবসায়ীদের

Last Updated:

জঞ্জাল মুক্ত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল

+
উত্তরবঙ্গ

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল

শিলিগুড়ি: উত্তরবঙ্গ মেডিক্যাল চত্বরে আর কোন অবৈধ দোকানপাট নয়। কড়া নির্দেশে বুলডোজার নিয়েই মেডিক্যাল চত্বরে হানা মেডিক্যাল কর্তৃপক্ষ এবং মেডিক্যাল ফাঁড়ির পুলিশের। অবশেষে দখলমুক্ত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ চত্বর। উত্তরবঙ্গের অন্যতম বড় সরকারি হাসপাতাল, অভিযোগ, এই হাসপাতাল চত্বরে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছিল অস্থায়ী দোকান। হাসপাতাল চত্বরে জমছিল আবর্জনার পাহাড়। যেতে আসতে ভোগান্তি পোহাতে হত রোগী এবং তার পরিবারকে শুধু তাই নয় সমস্যায় পড়তেন খোদ ডাক্তাররাও।
এরপর থেকে আর নয়, কড়া ভাবে এই বিষয়টি দেখবে মেডিক্যাল কর্তৃপক্ষ। বুলডোজার দিয়ে দোকান ভাঙার পাশাপাশি দেওয়া হল কড়া হুঁশিয়ারি। এখন থেকে প্রতিনিয়ত উত্তরবঙ্গ মেডিক্যাল চত্বরে চলবে এই অভিযান। মেডিক্যাল কর্তৃপক্ষ এবং মেডিক্যাল ফারির পুলিশ যৌথভাবে এই অভিযান চালাবে। এর আগেও একাধিক বার মেডিক্যাল চত্বরে গুটখা, পান, বিড়ি, সিগারেট বিক্রির অভিযোগ উঠেছিল, সেই সময়ও কড়া পদক্ষেপ নেওয়া হয়েছিল। তবে দিন যেতেই ফের বেশ কিছু অসাধু ব্যবসায়ীরা মেডিক্যাল চত্বরেই এই নেশা জাতীয় দ্রব্য বিক্রি করছিল। সেই সমস্ত দোকানও অবশেষে মেডিক্যাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তুলে ফেলা হয়।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই বিষয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের সুপারইনটেনডেন্ট সুদীপ্ত মণ্ডল জানান, “উত্তরবঙ্গের মধ্যে সবথেকে বড় একটি সরকারি হাসপাতাল হল এই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ। সেই অর্থে প্রতিনিয়ত প্রচুর রোগী এবং তার পরিবার এখানে আসেন এবং দিনের পর দিন নতুন নতুন গজিয়ে ওঠা এই অবৈধ দোকানগুলি সমস্যার কারণ হয়ে উঠেছে। এর কারণে নোংরার জঞ্জালের স্তুপে পরিণত হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। সেই অর্থেই একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তারপরেই পুলিশকে সাথে নিয়ে এই অভিযান। সাধারণত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং রোগীদের সুবিধার্থে এই অভিযান চলবে।”
advertisement
মেডিকেলের ভেতরে আর কোন অবৈধ দোকান নয়, এবার জঞ্জাল মুক্ত হবে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল। ইতিমধ্যেই বিভিন্ন অবৈধ দোকানগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে মেডিক্যাল কর্তৃপক্ষ বুলডোজার দিয়ে তুলে ফেলা হচ্ছে অবৈধ দোকানগুলি।
সুজয় ঘোষ
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri News: উত্তরবঙ্গ মেডিক্যালে বুলডোজার নিয়ে আচমকা হাজির পুলিশ! ফিনিশ করে দেওয়া হল অসাধু ব্যবসায়ীদের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement