সূত্রের খবর, দীর্ঘদিন ধরে চা বাগানে লেপার্ডের আতঙ্ক চলছিল। সম্প্রতি চা বাগানে গরু চরাতে গিয়ে লেপার্ডের আক্রমণে জখম হয় এলাকার এক যুবক। লেপার্ডের সঙ্গে যুদ্ধ করে সে প্রাণে বেঁচে যায়। ঘটনার পর খুবই আতঙ্কে কাজ করতেন শ্রমিকরা। এমনকি মাধ্যমিক পরীক্ষার্থীদের মনেও চাপা আতঙ্ক লক্ষ্য করা গিয়েছিল। এলাকার নিস্তব্ধতায় যখন শোনা যেত, ঝোপঝাড় থেকে আসা কিছু অচেনা শব্দ তখন ভয় আরও চেপে বসত এলাকাবাসীদের মনে। চুয়াপাড়াতে রয়েছে একটি স্কুল এখানে মাধ্যমিক পরীক্ষাকেন্দ্র নেই। তবে এই স্কুলের ২০ জন পড়ুয়া মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে কালচিনি ইউনিয়ন অ্যাকাডেমি স্কুলে। এই বাগানের রাস্তা ধরেই তারা যাতায়াত করে। এলাকায় আরও লেপার্ডের কথা শুনে আতঙ্কিত তারা।
advertisement
আরও পড়ুন: নিজের স্বপ্ন অধরা! অন্যের স্বপ্নপূরণ করতে যা করছেন তিনি, স্যালুট জানাতে হবে
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন যাতে বনকর্মীরা এলাকায় টহল দেন, আর্জি এলাকাবাসীদের। যদিও বন দফতরের গাড়ি এসে মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে যাবে বলে জানা গিয়েছে। এদিন বাগানে খাঁচাবন্দি লেপার্ডকে দেখে বন দফতরকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের হ্যামিলটনগঞ্জ রেঞ্জের বনকর্মীরা পৌঁছে লেপার্ডটিকে উদ্ধার করে। সেটিকে পরবর্তীতে জঙ্গলে ছাড়া হবে।
Annanya Dey





