স্থানীয় বিজেপি কর্মী সহ বাসিন্দাদের অভিযোগ, গতকাল রাত থেকে এলাকায় বোমাবাজি থেকে শুরু করে একাধিকবার গুলিরও আওয়াজ পাওয়া যায় বলে অভিযোগ। এমনকি এলাকার স্থানীয় বিজেপি কর্মীদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে জানা যায় l
আরও পড়ুনঃ পঞ্চায়েতে রক্তস্নাত বাংলা, খুন-জখম-ছাপ্পা! ধিক্কার শিল্পীমহলের
এদিন ঘটনাস্থলে যেতেই বিজেপির কর্মী সমর্থকরা সুকান্ত মজুমদারকে গতকাল রাত থেকে আজকে সকাল পর্যন্ত কি কি ঘটনা ঘটেছে তার বিস্তারিত ভাবে জানায়। এরপর ঘটনাস্থলে পুলিশ আধিকারিকরা আসতেই ব্যাপক কথোপকথনে জড়িয়ে পড়েন সুকান্ত মজুমদার। বিজেপির অভিযোগ গতকাল তারা ভোট দিতে পারেন।প্রথমদিকে ভোট ঠিকঠাক হলেও পরবর্তী সময় বিজেপি কর্মী সমর্থকদের বুথ কেন্দ্রের বাইরে বের করে দিয়ে বেদারে ছাপ্পা ভোট মারে বলে অভিযোগ।
advertisement
আরও পড়ুনঃ হায় রে হায় ভোট! গনতান্ত্রিক উৎসবে শামিল হতে গিয়ে করুণ পরিণতি যুবকের
এ বিষয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, এই এলাকা পরিস্থিতি এতটাই উত্তেজনাপূর্ণ রয়েছে খুব শীঘ্রই এই এলাকায় একটি পুলিশ ক্যাম্পের প্রয়োজন। পাশাপাশি, কেন্দ্রীয় এস টি ও এস সি কমিশনে এ বিষয়টি নিয়ে চিঠি লেখা হচ্ছে। তারা খুব শীঘ্রই এখানে এসে বিষয়টি যেন দেখে , এছাড়া এই এলাকার সাধারণ মানুষদের গণ স্বাক্ষর নিয়ে স্থানীয় ভিডিওর কাছে রিপল এর দাবি জানানো হবে বলে এদিন সুকান্ত বাবু জানান।
সুস্মিতা গোস্বামী