লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে ভোট দিতে হয়তো অনেকেরই অসুবিধাগ্রস্থ হতে হয়, কিন্তু নতুন ভোটারদের ক্ষেত্রে তা যেন পুরোপুরি উল্টো।লম্বা লাইনে দাঁড়িয়ে চওড়া হাসি লক্ষ্য করা গেছে তাদের মুখে।
West Bengal Panchayat Election 2023 Voting (পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনের 2023) LIVE Updates
জেলায় নতুন প্রজন্মের ভোটারের সংখ্যা প্রায় ২০ হাজার। সকলের বয়সই ২০ বছরের নীচে। যার সিংহভাগই এবার প্রথম ভোট দেবেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
advertisement
আরও পড়ুন: আপাতত শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ শুরু রাঘবপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে
এবিষয়ে এক নতুন ভোটার বলেন,তাদের প্রথমবারের ভোটের অভিজ্ঞতা জানালো সংবাদমাধ্যমকে। এছর প্রথম ভোট খুব উৎসাহের সঙ্গে দিতে পেরে আমি খুব খুশি। পাশাপাশি, আমি আশা রাখছি আমাদের এলাকায় যিনি জয় লাভ করবেন তিনি যেন আমাদের সমাজের জন্য ভাল কাজ করেন। আমাদের সমস্ত গ্রামবাসীদের সব সমস্যার সমাধান করতে পারে।
আরও পড়ুন: ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ দিনাজপুর
জেলা নির্বাচন দফতর সূত্রে জানা গিয়েছে, এবারের পঞ্চায়েতে জেলায় মোট ভোটারের সংখ্যা ১১ লক্ষ ৫৭ হাজার ৭১৭ জন। তার মধ্যে ২০ বছরের নিচে রয়েছে ২০ হাজার ৫৩৪ জন।
সুস্মিতা গোস্বামী