Dakshin Dinajpur News: ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ দিনাজপুর

Last Updated:

রাত পোহালেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে জেনে নিন দক্ষিণ দিনাজপুরের ভোট চিত্রটা ঠিক কেমন

+
title=

দক্ষিণ দিনাজপুর: পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্য নির্বাচন কমিশন ও আদলতের মধ্যে আইনি লড়াই এখনও অব্যাহত। এরই মধ্যে শনিবার হচ্ছে ভোট। রাত পোহালেই ভোটের লাইনে দাঁড়িয়ে গ্রাম বাংলা জানিয়ে দেবে আগামী পাঁচ বছরের জন্য তাদের রায় কার পক্ষে। বাকি জায়গার মতো দক্ষিণ দিনাজপুর জেলাতেও শুক্রবার দেখা গেল নির্বাচন নিয়ে চূড়ান্ত তৎপরতা। জেলার ডিসিআরসি-গুলিতে লক্ষ্য করা গেল ভোট কর্মীদের ভিড়।
দক্ষিণ দিনাজপুরের পঞ্চায়েত ভোট প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নিয়োগ করা হয়েছে প্রায় ৮ হাজার ভোট কর্মী। এছাড়াও ৩০ শতাংশ ভোট কর্মীকে রিজার্ভে রেখেছে জেলা প্রশাসন। ভোট কর্মীদের বুথে নিয়ে যাওয়া, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিভিন্ন এলাকায় পৌঁছে দেওয়া সহ ভোট সংক্রান্ত নানান কাজের জন্য দেড় হাজার গাড়ি রেখেছে জেলা প্রশাসন। ১৪২ জন সেক্টর অফিসার নিয়োগ করা হয়েছে। একজন জেলা অবজার্ভারের সঙ্গে আরও চারজন অতিরিক্ত অবজার্ভার নিয়োগ করা হয়েছে। এই চারজন অতিরিক্ত অবজার্ভার দুটি করে ব্লকের দায়িত্বে থাকবেন।
advertisement
advertisement
রাজ্য নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী দক্ষিণ দিনাজপুরে মোট গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ৬৪ টি। সেখানে মোট আসনের সংখ্যা ১,৩০৮। জেলায় পঞ্চায়েত সমিতি আছে ৮ টি। সমিতির মোট আসন সংখ্যা ১৪৯। দক্ষিণ দিনাজপুরে জেলা পরিষদের মোট আসন ২১। এবারের পঞ্চায়েত নির্বাচনে জেলায় ভোট দেবে ১১ লক্ষ ৫৭ হাজার ৭১৭ জন ভোটার। এরমধ্যে পুরুষ ৫,৯৩,২৭১ জন, মহিলা ৫,৬৪,৪০৭ জন ও তৃতীয় লিঙ্গ ৩৯ জন।
advertisement
জেলায় মোট ভোট গ্রহণ কেন্দ্র ১,২২৩ টি। জেলায় মোট ১৬ কোম্পানি আধা সেনা মোতায়েন করা হয়েছে। রাজ্য পুলিশ থাকছে ১,৫০০ জন। মোট স্পর্শকাতর ভোটকেন্দ্রের সংখ্যা ১৯৩। মোট প্রার্থী ৫,০৮৪ জন।
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Dakshin Dinajpur News: ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ দিনাজপুর
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement