আরও পড়ুনঃ কার দখলে বাংলার গ্রাম? পঞ্চায়েত ভোটের ফলাফল লাইভ দেখুন শুধুমাত্র নিউজ ১৮ বাংলা-য়
জানা যায়, তিনি ময়রাডাংগা গ্রাম পঞ্চায়েতের ১৩/১১৬ বুথে পরাজিত হয়েছেন। প্রথমে পঞ্চায়েত সমিতিতে দাঁড়ানোর ইচ্ছেপ্রকাশ করেছিলেন ভূষণ মোদক। কিন্তু আসন সংরক্ষণের কারণে সমিতিতে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি তিনি। তারপর গ্রাম পঞ্চায়েতের আসনে লড়াই করতে নামেন তিনি।
advertisement
কিন্তু সেই লড়াইয়ে ব্যর্থ হয়েই ফিরতে হচ্ছে আলিপুরদুয়ারে বিজেপির জেলা সভাপতি ভূষণমোদককে। এই হার নিয়ে তিনি জানান, “আমার কোনও আক্ষেপ নেই। এটা জনতার রায়। মেনে নিচ্ছি। গোটা জেলার দায়িত্ব ছিল আমার কাঁধে। সময় দিতে পাড়িনি নিজের প্রচারে।”
২০২১ সালের বিধানসভা ভোটে আলিপুরদুয়ারে খাতা খুলতে পারেনি রাজ্যের শাসকদল। সব ক’টি আসনই গিয়েছিল বিজেপির ঝুলিতে। কিন্তু তারপর থেকেই ক্রমশ ধাক্কা খাচ্ছে বিজেপি। ভোটের আগে প্রথমে বিজেপি সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা সদলবলে যোগ দেন তৃণমূলে। তারপরেই ভূষণ মোদকে আলিপুরদুয়ারের জেলা সভাপতির দায়িত্ব দেয় বিজেপি।
আরও পড়ুনঃ ‘সিপিআইএম যখন জিতছে, তখনই ব্যালট জানলার বাইরে!’ দিনভর ছুটছেন দীপ্সিতা ধর
ঘটনাচক্রে, গঙ্গাপ্রসাদের পথ ধরেই দলবদল করে ঘাসফুল পতাকা হাতে তুলে নেন আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলালও। সেই আলিপুরদুয়ারে বিজেপির জেলা সভাপতি ভূষণ দাঁড়িয়েছিলেন ফালাকাটার ময়রাডাঙা গ্রাম পঞ্চায়েতে প্রার্থী হিসাবে। মঙ্গলবার ফলপ্রকাশ হলে দেখা গেল, মাত্র ১ ভোটে ভূষণকে হারিয়ে দিয়েছেন তৃণমূল প্রার্থী বিমল মোদক। জানা যায় এর আগেও ২০১৩ সালে মাত্র ৩ ভোটে হেরেছিলেন তিনি।
Annanya Dey