করোনার জেরে মাঝে দু’বছর বন্ধ থাকার পর ফের এই ধূমধাম করে পুজোর আয়োজন করা হয়েছে। সমাজ তাঁদের নীচু নজরে দেখলেও তাঁর কিন্তু সকলকে নিয়ে চলতে চায়,সকল উৎসবে তাঁরাও সমান ভাবে আনন্দ ভাগ করে নিতে চায়। তাই বিশ্বকর্মা পুজোয় সবার সঙ্গে এদিন আনন্দ ভাগ করে নিল বাগরাকোটের চাঁদনী, শিবানীরা।
advertisement
আরও পড়ুন: হঠাৎ দিল্লি গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, CPIM-কে নিয়ে তোলপাড় ফেলা মন্তব্য! ব্যাপার কী?
এদিন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব ও ওর্য়াডের পুরমাতা অভয়া বোস তাদের পুজোর আনুষ্ঠানিক ফিতা কেটে সুচনা করেন।এই বিশ্বকর্মা পুজোকে কেন্দ্র করে আজ সারা দিন নানান অনুষ্ঠানের মধ্যে মেতে থাকবেন বৃহন্নলারা। আগামীকালও তারা ভান্ডারী পুজোর মধ্যে নানান কাজ করবেন।
আরও পড়ুন: ‘এ তো সব মহাপুরুষদের নাম!’ প্রাথমিক দুর্নীতিতে সিবিআই-এর তালিকায় বিস্মিত বিচারপতি
গৌতমবাবু বক্তব্য রাখতে গিয়ে জানান, ” সমাজে তারা সবসময় অবহেলিত হয়ে রয়েছে। তাঁরাও সমাজের অঙ্গ। আমাদের সকলকে একসঙ্গে মিলেমিশে থাকতে হবে।” বৃহন্নলাদের একজন শিবানী সরকার বলেন, “আমরা দীর্ঘ ২০ বছর ধরে এই পুজো করে আসছি। আমরা দুই দিন ধরে অনেক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই পুজো উদযাপন করবো।”
অনির্বাণ রায়






