Abhishek Banerjee: হঠাৎ দিল্লি গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, CPIM-কে নিয়ে তোলপাড় ফেলা মন্তব্য! ব্যাপার কী?

Last Updated:

Abhishek Banerjee: তৃণমূল সাংসদরা দুই কক্ষে বিজেপির বিরুদ্ধে কী ভাবে সরব হবেন, কী কী বিষয় তাঁরা উত্থাপন করবেন, নজর থাকবে শুক্রবার পর্যন্ত।

সিপিআইএম-কে বার্তা অভিষেকের
সিপিআইএম-কে বার্তা অভিষেকের
কলকাতা: সংসদের বিশেষ অধিবেশনে যোগ দিতে সোমবার সকালেই দিল্লি রওনা হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংসদে বিশেষ অধিবেশন শুরু হচ্ছে সোমবার। পাঁচ দিনের এই অধিবেশন চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। ১৯ সেপ্টেম্বর, অধিবেশনের দ্বিতীয় দিন থেকে নতুন ভবনে অধিবেশন বসার কথা। ওই দিনই গণেশ চতুর্থী। তাই তিথিনক্ষত্র দেখেই নাকি ওই দিনটিকে বেছে নেওয়া হয়েছে। ইতিমধ্যেই বিজেপি সাংসদদের অধিবেশনে থাকার জন্য হুইপ জারি করেছে দল। পাঁচ দিনের এই অধিবেশন নিয়ে আগাগোড়াই সুর চড়িয়েছে তৃণমূল।
তৃণমূল সাংসদরা দুই কক্ষে বিজেপির বিরুদ্ধে কী ভাবে সরব হবেন, কী কী বিষয় তাঁরা উত্থাপন করবেন, নজর থাকবে শুক্রবার পর্যন্ত। এদিন সকালে দিল্লি যাওয়ার আগে বিমানবন্দরে মুখ খোলেন অভিষেক। দিল্লি কেন যাচ্ছেন? তিনি বলেন, ”অধিবেশন আছে, তাই যাচ্ছি।”
advertisement
advertisement
India জোটে সিপিআইএম জোটে থাকবে। কিন্তু সমন্বয়ে বৈঠকে থাকবে না। এই বিষয়ে অভিষেক বলেন, ”সিপিআইএম-এর কী অবস্থান, সেটা সিপিআইএম স্পষ্ট করে বলতে পারবে। বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য সিপিআইএম কী করবে বা অন্য দল কী করবে, সেটা তাদের সিদ্ধান্ত।”
advertisement
অভিষেকের সংযোজন, ”বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য সম মনোভাবাপন্ন দলগুলোকে সবসময় বলেছি। সিপিআইএম বা অন্য দল কী করবে, সেটা তারাই বলতে পারবে।”
এদিকে, সংসদের বিশেষ অধিবেশনে ভাষণ দেওয়ার সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লোকসভায় বলেন, “আজ অনুপ্রেরণামূলক মুহূর্তগুলিকে স্মরণ করে এগিয়ে যাওয়ার সুযোগ। আমরা সবাই এই ঐতিহাসিক ভবনটিকে বিদায় জানাচ্ছি। আমরা নতুন ভবনে চলে যাব, কিন্তু পুরোনো ভবনটি সবসময়ই আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করতে থাকবে। এই হাউসের মাধ্যমে আমি আবারও দেশের বিজ্ঞানী ও তাদের সহকর্মীদের অভিনন্দন জানাই।”
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: হঠাৎ দিল্লি গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, CPIM-কে নিয়ে তোলপাড় ফেলা মন্তব্য! ব্যাপার কী?
Next Article
advertisement
West Bengal Weather Update: হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপট, ফের ঠান্ডা বাড়বে কবে? জেনে নিন
হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, ফের ঠান্ডা বাড়বে কবে?
  • হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি

  • কিছুটা বাড়ল তাপমাত্রা

  • ফের ঠান্ডা বাড়বে কবে?

VIEW MORE
advertisement
advertisement