PM Vishwakarma Scheme: লাখ-লাখ মানুষ পাবেন বিপুল সুবিধা, পিএম বিশ্বকর্মা প্রকল্পে কাদের মিলবে সাহায্য! জানুন

Last Updated:

PM Vishwakarma Scheme: দেশজুড়ে গ্রামীণ ও নগর অ়ঞ্চলের কারিগর ও শিল্পীদের সাহায্য করবে এই স্কিমটি। পিএম বিশ্বকর্মা স্কিমের অধীনে আঠারোটি ঐতিহ্যবাহী শিল্প আওতাভুক্ত করা হবে।

পিএম বিশ্বকর্মার সুবিধা জানুন
পিএম বিশ্বকর্মার সুবিধা জানুন
কলকাতা: বিশ্বকর্মা জয়ন্তী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকালই দিল্লির দ্বারকায় ‘পিএম বিশ্বকর্মা’ নামে একটি নতুন স্কিম চালু করলেন। এর সঙ্গে প্রধানমন্ত্রী মোদি পিএম বিশ্বকর্মা লোগো, ট্যাগলাইন ও পোর্টালও চালু করেন। এই স্কিমটির লক্ষ্য হল বিশ্বকর্মারা নিজেদের হাত ও যন্ত্রপাতি দিয়ে কাজ করে গুরু-শিষ্য পরম্পরা অথবা ঐতিহ্যবাহী দক্ষতার পরিবার কেন্দ্রিক অনুশীলনকে শক্তিশালী করা ও সযত্নে পালন করা। এই স্কিমের সুবিধা পাবেন কারা?
দেশজুড়ে গ্রামীণ ও নগর অ়ঞ্চলের কারিগর ও শিল্পীদের সাহায্য করবে এই স্কিমটি। পিএম বিশ্বকর্মা স্কিমের অধীনে আঠারোটি ঐতিহ্যবাহী শিল্প আওতাভুক্ত করা হবে। এগুলির মধ্যে রয়েছে ১) কাঠমিস্ত্রি, ২)নৌকা প্রস্তুতকারী, ৩) অস্ত্র প্রস্তুতকারী, ৪) কামার, ৫) হ্যামার ও টুলকিট মেকার, ৬) তালা প্রস্তুতকারী, ৭) স্বর্ণাকার, ৮) কুমার, ৯) ভাস্করশিল্প, পাথর ভাঙা, ১০) মুচি (জুতোর কারিগর), ১১) রাজমিস্ত্রি, ১২) ঝাড়ু/মাদুর/ঝাডু নির্মাতা/কয়ার ওয়েভার, ১৩) পুতুল ও খেলনা নির্মাতা (ঐতিহ্যবাহী), ১৪) নাপিত, ১৫) মালা প্রস্তুতকারী, ১৬) ধোপা, ১৭) দর্জি ও ১৮) মাছ ধরার জাল নির্মাতা।
advertisement
advertisement
পিএম বিশ্বকর্মার মূল দৃষ্টি থাকবে এর গুণমান উন্নত করার পাশাপাশি কারিগর ও শিল্পীদের সামগ্রী ও পরিষেবার কাছে পৌঁছে যাওয়া এবং তাঁরা যাতে স্বদেশী ও বিশ্ব মূল্যায়নের শৃঙ্খলার সাথে একত্রিত হতে পারেন তা নিশ্চিত করা।জনসমাবেশে ভাষণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে ঐতিহ্যবাহী কারিগর ও শিল্পীদের প্রতি বিশ্বকর্মা জয়ন্তী উৎসর্গ করা হয়েছে। দেশজুড়ে লক্ষাধিক বিশ্বকর্মার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পেয়ে তিনি আনন্দ প্রকাশ করেন। অনুষ্ঠান উপলক্ষ্যে আয়োজিত প্রদর্শনী দেখার এবং কারিগর ও শিল্পীদের সাথে বার্তলাপ করার চমৎকার অভিজ্ঞতার উপর আলোকপাত করেন।
advertisement
প্রধানমন্ত্রী আরও বলেন যে পিএম বিশ্বকর্মা স্কিমটি লক্ষাধিক শিল্পী ও তাঁদের পরিবারের জন্য আশার আলো হিসেবে এসেছে।১৩,০০০ কোটি টাকার ব্যয় সহ পিএম বিশ্বকর্মার পুঁজি সম্পূর্ণ বরাদ্দ করবে কেন্দ্রীয় সরকার। এই স্কিমের অধীনে বায়োমেট্রিক ভিত্তিক পিএম বিশ্বকর্মা পোর্টাল ব্যবহার করে কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে বিনামূল্যে বিশ্বকর্মাদের পঞ্জীয়ন করা হবে।
advertisement
বিশ্বকর্মা প্রমাণপত্র ও আইডি কার্ডের মাধ্যমে তাঁদের স্বীকৃতি প্রদান করা হবে, মৌলিক ও উন্নত প্রশিক্ষণের দ্বারা দক্ষতার উন্নয়ন করা হবে, ১৫,০০০ টাকা টুলকিট ইনসেনটিভ, ৫ শতাংশ সুদের হারে ১ লক্ষ টাকা (প্রথম ধাপ) এবং  ২ লক্ষ টাকা (দ্বিতীয় ধাপ) পর্যন্ত জামানতহীন ঋণ, ডিজিটাল লেনদেনের জন্য ইনসেনটিভ এবং মার্কেটিং সহায়তা।
advertisement
ঐতিহ্যবাহী কারুশিল্পে নিয়োজিত ব্যক্তিদের সাহায্য করার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি স্থায়ীভাবে নিবদ্ধ হয়ে আছে। এই নিবদ্ধ দৃষ্টি শুধুমাত্র কারিগর ও শিল্পীদের আর্থিক সাহায্যের জন্য চালু করা হয়নি বরং তার পাশাপাশি এর লক্ষ্য  রয়েছে স্থানীয় সামগ্রী, শিল্প ও কারুশিল্পের মাধ্যমে প্রাচীন ঐতিহ্য, সংস্কৃতি এবং বৈচিত্র্যময় ঐতিহ্যকে জীবিত রাখা ও সমৃদ্ধ করে তোলা।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Vishwakarma Scheme: লাখ-লাখ মানুষ পাবেন বিপুল সুবিধা, পিএম বিশ্বকর্মা প্রকল্পে কাদের মিলবে সাহায্য! জানুন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement