Parliament Special Session: ঐতিহাসিক পার্লামেন্ট সেশনে বিরোধীদের কাঁদতে বারণ মোদির, গণেশ চতুর্থীর দিন থেকে সেশন হবে নতুন সংসদ ভবনে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Parliament Special Session: সংসদের বিশেষ অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংবাদমাধ্যমকে বলেন, '‘সংসদের এই অধিবেশন ঐতিহাসিক। সময়ের পরিপ্রেক্ষিতে এটি একটি বড় অধিবেশন। ভারতকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে হবে।''
নয়াদিল্লি: আজ থেকে শুরু সংসদের পাঁচ দিনের বিশেষ অধিবেশন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণ দিয়ে লোকসভার কার্যক্রম। সংসদের উভয় কক্ষে একযোগে সংসদের ৭৫ বছরের যাত্রা নিয়ে আলোচনা হবে। বিশেষ অধিবেশনের বাকি অংশটি চলবে ১৯ সেপ্টেম্বর থেকে নতুন সংসদ ভবনে। অর্থাৎ গণেশ চতুর্থীর দিন ভারতের নতুন সংসদ ভবন থেকে পার্লামেন্টে সেশন জারি থাকবে৷
কেন্দ্রীয় সরকার এই বিশেষ অধিবেশনের আলোচ্যসূচিও প্রকাশ করেছে, যার মধ্যে চারটি বিল রয়েছে যা পেশ করা হবে। গত রবিবার, কেন্দ্রীয় সরকার একটি সর্বদলীয় বৈঠক ডেকেছিল, যাতে ৩৪ দলের ৫১ জন নেতা ছিলেন৷
আরও পড়ুন – Mohammed Siraj: গ্রাউন্ডসম্যানদের জন্য প্রাইজমানি তুলে দিলেন, কিন্তু কেন এই কাজ করলেন সিরাজ
advertisement
advertisement
বৈঠকে, লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী মহিলা সংরক্ষণ বিলের দাবি করেছিলেন৷ এর ভিত্তিতে সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী জানিয়েছেন যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে।
সংসদের বিশেষ অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংবাদমাধ্যমকে বলেন, ‘সংসদের এই অধিবেশন ঐতিহাসিক। সময়ের পরিপ্রেক্ষিতে এটি একটি বড় অধিবেশন। ভারতকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে হবে।”
advertisement
এর পাশাপাশি বিরোধীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন এই ঐতিহাসিক পার্লামেন্ট সেশনে বিরোধীরা যেন কান্নাকাটি করে সময় না নষ্ট করেন৷
সংসদ ভবনে রাজ্যসভায় মল্লিকার্জুন খাড়গে অফিসে ভারতের জোটের দলগুলির নেতাদের একটি বৈঠক চলছে হাউসের কৌশলের জন্য আলোচনা করে নিয়েছে৷ করতে। কেন্দ্রীয় সরকারের ডাকা বিশেষ অধিবেশনে অংশ নিতে আজ সকালে সংসদ ভবনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
advertisement
এদিন প্রধানমন্ত্রী জি ২০ তে ভারতের সাফল্য এবং চন্দ্রায়নে ভারতের সাফল্য নিয়ে খতিয়ান দেন নরেন্দ্র মোদি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 18, 2023 11:41 AM IST