Parliament Special Session: ঐতিহাসিক পার্লামেন্ট সেশনে বিরোধীদের কাঁদতে বারণ মোদির, গণেশ চতুর্থীর দিন থেকে সেশন হবে নতুন সংসদ ভবনে

Last Updated:

Parliament Special Session: সংসদের বিশেষ অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংবাদমাধ্যমকে  বলেন, '‘সংসদের এই অধিবেশন ঐতিহাসিক। সময়ের পরিপ্রেক্ষিতে এটি একটি বড় অধিবেশন। ভারতকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে হবে।''

 প্রধানমন্ত্রী জি ২০ তে ভারতের সাফল্য এবং চন্দ্রায়নে ভারতের সাফল্য নিয়ে খতিয়ান দেন নরেন্দ্র মোদি৷
প্রধানমন্ত্রী জি ২০ তে ভারতের সাফল্য এবং চন্দ্রায়নে ভারতের সাফল্য নিয়ে খতিয়ান দেন নরেন্দ্র মোদি৷
নয়াদিল্লি: আজ থেকে শুরু সংসদের পাঁচ দিনের বিশেষ অধিবেশন।  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণ দিয়ে লোকসভার কার্যক্রম।  সংসদের উভয় কক্ষে একযোগে সংসদের ৭৫ বছরের যাত্রা নিয়ে আলোচনা হবে। বিশেষ অধিবেশনের বাকি অংশটি চলবে ১৯ সেপ্টেম্বর থেকে নতুন সংসদ ভবনে। অর্থাৎ গণেশ চতুর্থীর দিন ভারতের নতুন সংসদ ভবন থেকে পার্লামেন্টে সেশন জারি থাকবে৷
কেন্দ্রীয় সরকার এই বিশেষ অধিবেশনের আলোচ্যসূচিও প্রকাশ করেছে, যার মধ্যে চারটি বিল রয়েছে যা পেশ করা হবে। গত রবিবার, কেন্দ্রীয় সরকার একটি সর্বদলীয় বৈঠক ডেকেছিল, যাতে ৩৪ দলের ৫১ জন নেতা ছিলেন৷
advertisement
advertisement
বৈঠকে, লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী মহিলা সংরক্ষণ বিলের দাবি করেছিলেন৷ এর ভিত্তিতে সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী জানিয়েছেন যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে।
সংসদের বিশেষ অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংবাদমাধ্যমকে  বলেন, ‘সংসদের এই অধিবেশন ঐতিহাসিক। সময়ের পরিপ্রেক্ষিতে এটি একটি বড় অধিবেশন। ভারতকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে হবে।”
advertisement
এর পাশাপাশি বিরোধীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন এই ঐতিহাসিক পার্লামেন্ট সেশনে বিরোধীরা যেন কান্নাকাটি করে সময় না নষ্ট করেন৷
সংসদ ভবনে রাজ্যসভায় মল্লিকার্জুন খাড়গে অফিসে ভারতের জোটের দলগুলির নেতাদের একটি বৈঠক চলছে হাউসের কৌশলের জন্য আলোচনা করে নিয়েছে৷  করতে। কেন্দ্রীয় সরকারের ডাকা বিশেষ অধিবেশনে অংশ নিতে আজ সকালে সংসদ ভবনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
advertisement
এদিন প্রধানমন্ত্রী জি ২০ তে ভারতের সাফল্য এবং চন্দ্রায়নে ভারতের সাফল্য নিয়ে খতিয়ান দেন নরেন্দ্র মোদি৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Parliament Special Session: ঐতিহাসিক পার্লামেন্ট সেশনে বিরোধীদের কাঁদতে বারণ মোদির, গণেশ চতুর্থীর দিন থেকে সেশন হবে নতুন সংসদ ভবনে
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement