Music: নামেই ফেরিওয়ালা, ৫৬ বছর ধরে ছড়ায় গানে পাড়া মাতিয়ে রাখেন ৭৭-এর বৃদ্ধ

Last Updated:

Music: এভাবেই বসিরহাট মহাকুমার বিভিন্ন গ্রাম-গঞ্জে পায়ে হেঁটেই বেরিয়ে পড়া।

+
৫৬

৫৬ বছর ধরে ছড়ায় গানে পাড়া মাতিয়ে রাখেন ৭৭-এর এই ফেরিওয়ালা

বসিরহাট: কবিতা ও গান গেয়ে ফেরি করেন ৭৭ বছরের বৃদ্ধ। বয়স ৭০ -এর কোঠা পেরিয়েছে বেশ কয়েক বছর আগেই। কিন্তু এই বয়সেও সকাল হলে স্নান খাওয়া সেরে মাথায় মাদুরের বোঝা নিয়ে বেরিয়ে পড়েন ৭৭ বছরের বৃদ্ধ। পরনে হালকা সাদা কাপড়ের ধুতি পাঞ্জাবি মাথায় গামছা দিয়ে তৈরি পাগড়ি হাতে একটি লাঠি। ব্যাস! এভাবেই বসিরহাট মহাকুমার বিভিন্ন গ্রাম-গঞ্জে পায়ে হেঁটেই বেরিয়ে পড়া।
বসিরহাটের অলি-গলি থেকে গ্রাম-গঞ্জে অনেকেই মাথায় মাদুরের ঝাঁকা নিয়ে হেঁটে চলা এই বৃদ্ধকে চিনবেন। বসিরহাটের মাটিয়া থানার নেহালপুরের এই বৃদ্ধের নাম গোলক বিহারি দাস, পরিবারে স্ত্রী, ছেলে- মেয়ে তেমন কেও নেই। তবুও নিজের রুটি-রুজির টানে এভাবেই কিলোমিটারের পর কিলোমিটার পায়ে হেঁটে গ্রামে গ্রামে ফেরি করে বেড়ান।
advertisement
advertisement
স্থানীয় একটি দোকান থেকে মাদুর কিনে সেগুলি ফেরি করে বিক্রি করে কোনরকমে জীবন‌যাপন করেন । ফেরি করার মাঝে চলতি পথে যুবক থেকে কিশোরদের গান, কবিতা শোনান। আবার স্কুলের ছাত্রছাত্রীদের পেলে মাধ্যমিকে প্রথম বিভাগে পাশকরা এই দাদুমাঝে মাঝে ইংরেজির বেসিক পাঠ দিতে ভোলেন না।
advertisement
তবে গ্রামে মাদুর নিয়ে ফেরি করতে ঢুকলেই গ্রামের ছেলেমেয়েরা তাঁকে একনামে মাদুর দাদু বলে চেনেন। মাদুর কেনা হোক না হোক কিশোর থেকে যুবকরা মাদুর দাদুর থেকে কবিতা কিংবা গল্প না শুনে তাঁকে যেতে দেবেন না।
—– জুলফিকার মোল্যা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Music: নামেই ফেরিওয়ালা, ৫৬ বছর ধরে ছড়ায় গানে পাড়া মাতিয়ে রাখেন ৭৭-এর বৃদ্ধ
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement