দু’টি সন্তানের জন্ম দিয়েছে একটি পূর্ণবয়স্ক ছাগল। তার মধ্যে একটি ছানা চারটি পা নিয়ে জন্মালেও অপর ছানাটির পায়ের সংখ্যা আট।আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বেংকান্দি পূর্বপাড়া এলাকায় ঘটেছে এই ঘটনা। আট পায়ের ছাগলের কথা জানাজানি হতেই তা দেখতে ভিড় জমিয়েছেন আশপাশের বহু মানুষ।
আরও পড়ুন: অনলাইনেই জলপাইগুড়ির বেতের তৈরি আসবাব কিনছেন বিদেশিরা, সুনাম অর্জনে খুশি শিল্পীরা
advertisement
বেশ কয়েক বছর ধরেই বাড়িতে গৃহপালিত পশু পালন করেন লাহিড়ী বর্মন। তাঁরই একটি পোষ্য ছাগল বুধবার রাতে জন্ম দেয় দু’টি সন্তানের।একটি ছাগল ছানার আটটি পা দেখে রীতিমতো আশ্চর্য হয়েছেন তিনিও। লাহিড়ী বর্মন বলেন, “এত বছর ধরে ছাগল পালন করছি। আগে কখনও এমন দেখিনি। প্রথমবার দেখলাম আটটি পা নিয়ে ছাগল জন্মাল।’’ জন্মানোর পর অবশ্য বেশিক্ষণ বাঁচেনি ওই ছাগলছানা।
আরও পড়ুন: বচ্চন নয়, অমিতাভের পদবী অন্য! এক বিশেষ কারণ রয়েছে নেপথ্যে; ৯৯ শতাংশ জানেন না
লাহিড়ী বর্মন জানিয়েছেন, জন্মের কয়েক মিনিট পরেই মৃত্যু হয়েছে ওই ছানার। তবে অন্য সন্তান এবং তার মা সুস্থ রয়েছে। ছাগলের শাবকের আটটি পা থাকা কোনও অস্বাভাবিক বিষয় নয়। এটা জিন গত ত্রুটির জন্য এরকম হয় বলে জানান পারঙ্গের পাড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা জীবন বিজ্ঞানের শিক্ষক প্রবীর রায় চৌধুরী। তিনি জানান, “বিজ্ঞানের ভাষায় একে পলিমেলিয়া বলে এবং জিনগত ত্রুটির জন্য ছাগল, মহিষ, কুকুরের শাবকের মধ্যে এমন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়।”
Annanya Dey