Amitabh Bachchan: বচ্চন নয়, অমিতাভের পদবী অন্য! এক বিশেষ কারণ রয়েছে নেপথ্যে; ৯৯ শতাংশ জানেন না

Last Updated:
Amitabh Bachchan: এক বিশেষ কারণে অমিতাভ বচ্চনের আসল পদবী ছেঁটে ফেলার পিছনে। পড়ে অবাক লাগলেও এমনটাই সত্যি।
1/8
ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাঁর নামটাই যথেষ্ট, তাঁর এই নাম-পদবী কোনওটিই নাকি আসল না। ভাবতে অবাক লাগলেও, এটাই সত্যি। ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রির মেগাস্টার তিনি। আট থেকে আশির আবেগ তাঁর ব্যক্তিত্ব।
ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাঁর নামটাই যথেষ্ট, তাঁর এই নাম-পদবী কোনওটিই নাকি আসল না। ভাবতে অবাক লাগলেও, এটাই সত্যি। ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রির মেগাস্টার তিনি। আট থেকে আশির আবেগ তাঁর ব্যক্তিত্ব।
advertisement
2/8
কিন্তু এক বিশেষ কারণে নিজের পদবী ছেঁটে ফেলার পিছনে। পড়ে অবাক লাগলেও এমনটাই সত্যি।
কিন্তু এক বিশেষ কারণে নিজের পদবী ছেঁটে ফেলার পিছনে। পড়ে অবাক লাগলেও এমনটাই সত্যি।
advertisement
3/8
জাত-পাত, শ্রেণিবৈষম্যের বিতর্ক এড়াতে নিজের পদবী ছাঁটতে হয়েছিল। তবে পদবী ছেঁটে ফেলার সিদ্ধান্ত অবশ্য অমিতাভ বচ্চনের নিজের ছিল না। তাঁর বাবা হরিবংশ রাই বচ্চন-ই তাঁদের পরিবারের হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছিলেন।
জাত-পাত, শ্রেণিবৈষম্যের বিতর্ক এড়াতে নিজের পদবী ছাঁটতে হয়েছিল। তবে পদবী ছেঁটে ফেলার সিদ্ধান্ত অবশ্য অমিতাভ বচ্চনের নিজের ছিল না। তাঁর বাবা হরিবংশ রাই বচ্চন-ই তাঁদের পরিবারের হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছিলেন।
advertisement
4/8
অমিতাভ বর্তমানে যে পদবী ব্যবহার করেন, সেটা আদতে তাঁর বাবা হরিবংশ-এর ছদ্মনাম। কিন্তু কেন এই পদবী পরিবর্তন? কওন বনেগা ক্রোড়পতির মঞ্চেই একাধিকবার নিজের বাবার এমন সিদ্ধান্তের কারণ নিজে মুখে জানিয়েছেন অমিতাভ।
অমিতাভ বর্তমানে যে পদবী ব্যবহার করেন, সেটা আদতে তাঁর বাবা হরিবংশ-এর ছদ্মনাম। কিন্তু কেন এই পদবী পরিবর্তন? কওন বনেগা ক্রোড়পতির মঞ্চেই একাধিকবার নিজের বাবার এমন সিদ্ধান্তের কারণ নিজে মুখে জানিয়েছেন অমিতাভ।
advertisement
5/8
বিগ বির মন্তব্য, 'আমার বাবা প্রায় জোর করেই আমাদের নামের পাশে বচ্চন বসিয়েছিলেন, কারণ আসল পদবীতে জাত-পাতের প্রসঙ্গ উত্থাপন হতে পারত! সালটা ১৯৪২। সেই সময়ে সমাজে উচ্চবর্ণ আর নিম্নবর্ণ মানা হত বেজায়।'
বিগ বির মন্তব্য, 'আমার বাবা প্রায় জোর করেই আমাদের নামের পাশে বচ্চন বসিয়েছিলেন, কারণ আসল পদবীতে জাত-পাতের প্রসঙ্গ উত্থাপন হতে পারত! সালটা ১৯৪২। সেই সময়ে সমাজে উচ্চবর্ণ আর নিম্নবর্ণ মানা হত বেজায়।'
advertisement
6/8
অমিতাভ আরও বলেন, 'আমি যখন স্কুলে ভর্তি হতে গিয়েছিলাম, আমার পদবী জিজ্ঞেস করা হয়েছিল। বাবা-মা তৎক্ষণাৎ আমাদের আসল পদবী না বসিয়ে বচ্চন ব্যবহার করেছিলেন। যে ছদ্মনামে উনি কবিতা লিখতেন, সেই নামটা।'
অমিতাভ আরও বলেন, 'আমি যখন স্কুলে ভর্তি হতে গিয়েছিলাম, আমার পদবী জিজ্ঞেস করা হয়েছিল। বাবা-মা তৎক্ষণাৎ আমাদের আসল পদবী না বসিয়ে বচ্চন ব্যবহার করেছিলেন। যে ছদ্মনামে উনি কবিতা লিখতেন, সেই নামটা।'
advertisement
7/8
বিগ বি যোগ করেন, 'আমার বাবা-মায়ের ভিন ধর্মে বিয়ে হয়েছিল। মা আদ্যোপান্ত শিখ পরিবারের মেয়ে ছিলেন, আর বাবা ছিলেন উত্তরপ্রদেশের এক সাধারণ কায়স্থ পরিবারের ছেলে। বিয়ের সময়ে তাই নানা ঝামেলায় জড়াতে হয়েছিল তাঁদের। যদিও ভবিষ্যতে দু-পক্ষই মেনে নিয়েছিলেন।'
বিগ বি যোগ করেন, 'আমার বাবা-মায়ের ভিন ধর্মে বিয়ে হয়েছিল। মা আদ্যোপান্ত শিখ পরিবারের মেয়ে ছিলেন, আর বাবা ছিলেন উত্তরপ্রদেশের এক সাধারণ কায়স্থ পরিবারের ছেলে। বিয়ের সময়ে তাই নানা ঝামেলায় জড়াতে হয়েছিল তাঁদের। যদিও ভবিষ্যতে দু-পক্ষই মেনে নিয়েছিলেন।'
advertisement
8/8
অমিতাভের আসল পদবী রাই শ্রীবাস্তব। তাঁর বাবা হরিবংশ-ই শেষ এই পদবী ব্যবহার করেছিলেন।
অমিতাভের আসল পদবী রাই শ্রীবাস্তব। তাঁর বাবা হরিবংশ-ই শেষ এই পদবী ব্যবহার করেছিলেন।
advertisement
advertisement
advertisement