Jalpaiguri News: অনলাইনেই জলপাইগুড়ির বেতের তৈরি আসবাব কিনছেন বিদেশিরা, সুনাম অর্জনে খুশি শিল্পীরা
- Reported by:SUROJIT DEY
- news18 bangla
- Published by:Raima Chakraborty
Last Updated:
Jalpaiguri News: ভারতে কদর কমলেও জলপাইগুড়ির বেতের আসবাবপত্রের চাহিদা তুঙ্গে বিদেশে।
জলপাইগুড়ি: ভারতে কদর কমলেও জলপাইগুড়ির বেতের আসবাবপত্রের চাহিদা তুঙ্গে বিদেশে। আমেরিকা, কানাডা-সহ ইউরোপে পাড়ি দিচ্ছে বেতের তৈরি চেয়ার, টেবিল, মোড়া, লাইট স্ট্যান্ড-সহ বিভিন্ন আসবাবপত্র।
লকডাউনে কাজ হারানো বেত শিল্পীরাও এতে আয়ের মুখ দেখছেন। ফলে পূজার মুখে জলপাইগুড়িতে বেতের কারিগরদের তৎপরতা তুঙ্গে। জলপাইগুড়ির বরাবরই বেতের আসবাবপত্রের জন্য সুনাম রয়েছে। বেশ কিছু দোকানদার আসবাবপত্রগুলি স্থানীয় এলাকা-সহ ভারতে বিক্রি করছেন।
আরও পড়ুন: উত্তরের দুর্যোগ কাটুক, পুজোয় বৃষ্টি চাই না! ইচ্ছেপূরণ হবে? আবহাওয়ার বড় খবর
আবার কেউ কেউ বিদেশেও রফতানি শুরু করেছেন বেতের তৈরি আসবাবপত্রের। এতে ব্যাপক সাড়াও পাওয়া যাচ্ছে। বর্তমানে জলপাইগুড়ি থেকে কলকাতা হয়ে আমেরিকা, কানাডা-সহ ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি দিচ্ছে বেতের তৈরি আসবাবপত্র। এতে যেমন ব্যবসায়ীরা লাভবান হচ্ছেন, তেমনই বেতের সঙ্গে যুক্ত শিল্পীরাও কাজ ফিরে পাচ্ছেন।
advertisement
advertisement
করোনা পরিস্থিতিতে লকডাউনের সময় অনেক বেত শিল্পী কাজ হারিয়ে ভিন্ন পেশা অবলম্বন করেছেন। কেউ টোটো চালিয়েছেন। ২০২১ সালে প্রথম বিদেশে রফতানি হয় জলপাইগুড়ির বেতের আসবাবপত্র। তারপর আর ফিরে দেখতে হয়নি বেত শিল্পীদের। ধীরে ধীরে তারা কাজে ফিরেছেন। লাভের মুখ দেখছেন তারা।
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 05, 2023 9:21 PM IST







