Sikkim Flood Bengal Tourists: লাচুং-লাচেনে আটকে বাংলার ৪৫০ পর্যটক, আজ রাতে ফোনে যোগাযোগ ফেরার সম্ভাবনা: নবান্ন
- Written by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Raima Chakraborty
Last Updated:
Sikkim Flood Bengal Tourists: নবান্নে সূত্রে জানা গিয়েছে, আটকে থাকা এ রাজ্যের পর্যটকেরা এখনও লাচেন ও উত্তর সিকিমে রয়েছেন।
কলকাতা: পাহাড়ে বেড়াতে গিয়ে চরম বিপর্যয়ের মুখোমুখি পর্যটকেরা। হড়পা বানে সিকিমের একাংশ একেবারে তছনছ হয়ে গিয়েছে। নবান্ন সূত্রে খবর, সিকিমে এখনও মোট সাত হাজার পর্যটক রয়েছেন যার মধ্যে ২০০০ পর্যটক বাংলার। ইতিমধ্যেই পর্যটকরা ফিরতে শুরু করলেও ৪৫০ জনের মতো পর্যটক এ রাজ্যের সেখানেই রয়েছেন।
নবান্নে সূত্রে জানা গিয়েছে, আটকে থাকা এ রাজ্যের পর্যটকেরা এখনও লাচেন ও উত্তর সিকিমে রয়েছেন। যেখানে বিদ্যুৎ ও রাস্তার যোগাযোগ ব্যবস্থা এখনও শুরু হয়নি। ফোনের যোগাযোগ ব্যবস্থা বৃহস্পতিবার রাতের মধ্যেই শুরু করা যাবে বলে আশা করছে নবান্ন।
আরও পড়ুন: বচ্চন নয়, অমিতাভের পদবী অন্য! এক বিশেষ কারণ রয়েছে নেপথ্যে; ৯৯ শতাংশ জানেন না
সেনাবাহিনী পর্যটকদের তাঁদের স্যাটেলাইট ফোন ব্যবহার করতে দিচ্ছে ফোন করার জন্য। সিকিমের পি আর রাজ্যকে জানিয়েছে সব পর্যটক সুরক্ষিত রয়েছেন। রাজ্যের পর্যটন দফতরে ১৩৬ টি এখনও পর্যন্ত ফোন এসেছে। মোট ১৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে যার মধ্যে ছটি মৃতদেহ চিহ্নিত হয়েছে। এই ছটি মৃতের মধ্যে চারটি মৃতদেহ সেনাবাহিনীর ও দুটি মৃতদেহ স্থানীয় বাসিন্দাদের।
advertisement
advertisement
আবহাওয়ার উন্নতি হলে চপার নামানোর পরিকল্পনা সিকিম প্রশাসনের। কোন পথে যোগাযোগ জানাচ্ছেন ট্যুর অপারেটরেরা। হেল্প লাইনে আসা তথ্যের ভিত্তিতে কোন কোন জেলার পর্যটকেরা আটকে তারও তথ্য তুলে ধরেছেন পর্যটনের সঙ্গে যুক্ত ট্যুর অপারেটরেরা। সিকিম প্রশাসন সূত্রে খবর, এখন যা পরিস্থিতি তাতে এই মরসুমে সিকিমে পর্যটন কার্যত বন্ধের মুখে।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 05, 2023 7:44 PM IST








