TRENDING:

Viral Cycle Stunt Man: ৫৭ বছর বয়সী এই মানুষটার সাইকেলের ব্যালান্স লাজবাব! খেলা দেখান বিদেশেও

Last Updated:

৫২ ধরনের সাইকেলের স্টান্ট খেলা দেখাতে পারেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: জেলা কোচবিহারের দিনহাটা মহকুমার করলা এলাকা। এই এলাকার বাসিন্দা বছর ৫৭-এর মোফাজ্জল হোসেন। দীর্ঘ সময় ধরে তিনি সাইকেল দিয়ে স্টান্ট খেলা দেখিয়ে উপার্জন করে আসছেন। আর এই উপার্জন দিয়েই চলে তাঁর সংসার। এই স্টান্ট খেলা দেখাতে দীর্ঘ সময় ধরে তিনি ঘুরে বেড়ান জেলার বিভিন্ন এলাকায়। তাঁর সাইকেল স্টান্ট খেলা দেখে অবাক হন বহু মানুষ। এই বয়সে এসেও তিনি যেভাবে সাইকেল স্টান্ট খেলা দেখিয়ে থাকেন। সেই বিষয়টি অনেকটাই অবাক করে সকলকে। তবে স্টান্ট খেলা না দেখালে উপার্জনের পথ বন্ধ থাকে।
advertisement

মোফাজ্জল হোসেন জানান, “জেলার প্রায় সব জায়গায় তিনি গিয়েছেন সাইকেল স্টান্ট খেলা দেখাতে। কিছু জায়গায় তিনি নিজেই গিয়েছেন। আবার কিছু এলাকা থেকে মানুষ এসে তাঁকে নিয়ে গিয়েছেন সাইকেল স্টান্ট খেলা দেখানোর জন্য। এক জায়গায় খেলা দেখালে আনুমানিক ৫০০ টাকার মতন রোজগার হয়। তবে সব জায়গায় হয় না। কিছু জায়গায় কমও হয়। ফলে কষ্ট করেই চলে তাঁর সংসার। এছাড়া যদি খেলা দেখাতে না যান তবে, উপার্জন হয় না। তখন অনেকটাই অসুবিধায় পড়তে হয় তাঁকে।”

advertisement

আরও পড়ুন: ১০ টাকায় ৭টা ফুচকা! সংসারের হাল ধরতেই ‘অন্য’ পেশায়! শহরের সব ভিড় ইলার দোকানে

তিনি আরও জানান, “৫২ ধরনের সাইকেলের স্টান্ট খেলা দেখাতে পারেন তিনি। সেজন্য তাঁর সাইকেল মাঝে মধ্যেই পরিবর্তন করতে হয়।” এলাকার এক বাসিন্দা সাহানুর রহমান জানান, “এই বয়সে এসেও যেভাবে স্টান্ট খেলা দেখান তিনি। বিষয়টি অনেকটাই অবাক করে সকলকে। তবে কিছু সময় দুর্ঘটনাও ঘটে যায়। তখন ব্যথা পেলে কিছুদিন খেলা দেখান বন্ধ থাকে। তবে পারিবারিক আর্থিক অবস্থা ভাল না থাকার কারণে তখন অনেকটাই সমস্যায় পড়তে হয় গোটা পরিবারকে। যদিও তাঁর স্টান্ট খেলা দেখতে বহু মানুষ জড়ো হয়ে যান। যখন তিনি কোনোও বাজারে খেলা দেখাতে শুরু করেন।”

advertisement

View More

আরও পড়ুন: পুকুরে মাছ ধরতে গিয়ে একী উঠল জালে! বিরল ঘটনা! আতঙ্কে মানুষ

বয়সের ভারে যেখানে বয়স বাড়লে ঝুঁকিপূর্ণ কাজ করা অসম্ভব হয়ে দাঁড়ায়। সেখানে এই ব্যক্তি বছরের পর বছর একই ভাবে সাইকেল নিয়ে স্টান্ট খেলা দেখিয়ে আসছেন। এই ব্যক্তির খেলা দেখে অনেকেই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকেন তাঁর দিকে। অনেকে এগিয়ে এসে প্রশংসাও করেন বহু সময়। অনেকে এবার ভাল টাকা দিয়ে সংবর্ধনা দিয়ে থাকেন এই বয়স্ক ব্যক্তিকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিকেতনে রয়েছে কবিগুরুর ছাপাখানা, ঐতিহ্য-ইতিহাস
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Viral Cycle Stunt Man: ৫৭ বছর বয়সী এই মানুষটার সাইকেলের ব্যালান্স লাজবাব! খেলা দেখান বিদেশেও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল